Jalpaiguri News: জলপাইগুড়ি থেকে শিকাগো পাড়ি, কৌশিকের গবেষণা সফল হলে অ্যালজাইমার্স চিকিৎসায় খুলে যাবে নতুন দিগন্ত
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জলপাইগুড়ির কৃতি ছাত্র কৌশিক গবেষণার জন্য পাড়ি দিচ্ছেন মার্কিন মুলুক। তিনি সফল হলে অ্যালজাইমার্স চিকিৎসায় খুলে যাবে নতুন দিগন্ত
জলপাইগুড়ি: ছোট শহর জলপাইগুড়ি থেকে সুদূর শিকাগো ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে পাড়ি। সিন্থেটিক অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মার্কিন মুলকের এই নামকরা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়েছেন ঐশিক। তাঁর এই গবেষণা সফল হলে অ্যালজাইমার্স রোগীদের চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে যেতে পারে।
ছোট থেকেই অত্যন্ত মেধাবী জলপাইগুড়ির কৌশিক। তিনি সম্পূর্ণ স্কলারশিপ নিয়েই আমেরিকায় গবেষণা করতে যাচ্ছেন। উচ্চমাধ্যমিক পাশের পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে অনার্স করেন। এরপর জ্যাম দিয়ে গৌহাটি আইআইটি-তে স্নাতকোত্তর পড়েন। এরপর টোয়েফেল ও জিআরই-তে উত্তীর্ণ হয়ে মার্কিন মূলকের গবেষণার সুযোগ পেলেন।
advertisement
advertisement
জুলাইয়ের শেষেই শিকাগো উড়ে যাবেন এই কৃতি ছাত্র। কৌশিকের এই সাফল্যে তার তার পরিবারের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও। জলপাইগুড়ির গর্ব এই তরুণ আগামী দিনে নিজের গবেষণার মাধ্যমে গোটা বিশ্বের দরবারে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করবেন বলে সকলের আশা।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2023 9:49 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ি থেকে শিকাগো পাড়ি, কৌশিকের গবেষণা সফল হলে অ্যালজাইমার্স চিকিৎসায় খুলে যাবে নতুন দিগন্ত









