Manasa Puja: বেহুলা লখিন্দরের গল্পে মোড়া ঐতিহ্য, ৫০০ বছরের প্রাচীন মনসাপুজো উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে রাজবাড়িতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Manasa Puja:ঐতিহ্যের টানে বৈকুণ্ঠপুরে জমে উঠেছে এই পুজো প্রস্তুতি! হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই রাজকীয় ঐতিহ্য, লোককথার ছোঁয়া আর গভীর ধর্মীয় আবেগ মিলিয়ে জমে উঠবে জলপাইগুড়ির রাজবাড়ী প্রাঙ্গন।
সুরজিৎ দে, জলপাইগুড়ি : ঐতিহ্যের টানে বৈকুণ্ঠপুরে জমে উঠেছে এই পুজো প্রস্তুতি! হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই রাজকীয় ঐতিহ্য, লোককথার ছোঁয়া আর গভীর ধর্মীয় আবেগ মিলিয়ে জমে উঠবে জলপাইগুড়ির রাজবাড়ি প্রাঙ্গণ। তাই এখন থেকেই বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয়েছে শতাব্দীপ্রাচীন মনসাপুজোর প্রস্তুতি। প্রায় ৫০০ বছরের উপরে পুরনো এই পুজো শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং জলপাইগুড়ির সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত দলিল।
পুজো প্রস্তুতি এখন তুঙ্গে। রাজবাড়ি সংলগ্ন এই এলাকাতেই গড়ে উঠছে মনসা দেবীর বিশাল মূর্তি, যার দুই পাশে লোককাহিনির অমলিন দুই চরিত্র—বেহুলা ও লখিন্দর। স্থানীয় মৃৎশিল্পীদের নিপুণ হাতে গড়ে উঠছে এই শিল্পসুষমা, যা প্রতিবারই দর্শনার্থীদের বিস্ময়ে মোহিত করে। শুধু প্রতিমা নয়, মনসা পুজোর মূল আকর্ষণ হয়ে ওঠে রাজবাড়ির আঙিনায় বসা মেলা, লোকগান, পালাগান আর নানা রকম লোকসংস্কৃতির অনুষ্ঠান। রাজবাড়ির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় বাসিন্দাদের উত্সাহ আর দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে রাজবাড়ির প্রতিটি প্রাঙ্গণ। পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলাও। উৎসবের দিন যত এগোচ্ছে, বৈকুণ্ঠপুরের মাটিতে যেন আরও একবার জেগে উঠছে ইতিহাস।
advertisement
আরও পড়ুন : আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জলে হলুদ মিশিয়ে ছোট্ট কাজ! সদর দরজায় এঁকে দিন ‘এটা’! অভাবের ভাটা ফিকে হয়ে আসবে টাকার জোয়ার!
ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের এই অনন্য মেলবন্ধন মনসা পুজোকে শুধুই পূজা নয়, এক সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত করেছে।এই পুজো নতুন প্রজন্মের কাছে শুধুই কাহিনি নয়—এ এক জীবন্ত অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা টানছে দূরদূরান্তের মানুষকেও। এ যেন এক জীবন্ত ঐতিহ্যের উদযাপন!
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 9:47 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Manasa Puja: বেহুলা লখিন্দরের গল্পে মোড়া ঐতিহ্য, ৫০০ বছরের প্রাচীন মনসাপুজো উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে রাজবাড়িতে