#জলপাইগুড়ি : পাচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই হাতেনাতে ১২টি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,ক্রান্তি ব্লকের গোলাবাড়ি মৌজায়, ক্রান্তি পুলিশ ফাঁড়ির তৎপরতায় ১২টি উট পাচারের আগে উদ্ধার করে।
এ বিষয়ে ক্রান্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অ্যানিমাল লাভার্স থেকে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকা থেকে পুলিশের টিম গিয়ে উটগুলিকে আটক করে। পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিরা তড়িঘড়ি চম্পট দেওয়ায় তাদেরকে ধরা যায়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তবে পাচারের ঘটনায় যুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং তাদের বাবার নাম এসব যাবতীয় তথ্যাবলী পাওয়া গেছে ।
আরও পড়ুন - কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Camel, Jalpaiguri