হোম /খবর /জলপাইগুড়ি /
পুলিশের বড়সড় সাফল্য ! পাচারের আগে উদ্ধার ১২ টি উট

Jalpaiguri News: পুলিশের বড়সড় সাফল্য ! পাচারের আগে উদ্ধার ১২ টি উট

উট পাচারের আগে উদ্ধার

উট পাচারের আগে উদ্ধার

পাচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই হাতেনাতে ১২টি উট আটক করল ক্রান্তি  ফাঁড়ির পুলিশ। 

  • Local18
  • Last Updated :
  • Share this:

#জলপাইগুড়ি : পাচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই হাতেনাতে ১২টি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,ক্রান্তি ব্লকের গোলাবাড়ি মৌজায়, ক্রান্তি পুলিশ ফাঁড়ির তৎপরতায় ১২টি উট পাচারের আগে উদ্ধার করে।

এ বিষয়ে ক্রান্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অ্যানিমাল লাভার্স থেকে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকা থেকে পুলিশের টিম গিয়ে উটগুলিকে আটক করে। পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিরা তড়িঘড়ি চম্পট দেওয়ায় তাদেরকে ধরা যায়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তবে পাচারের ঘটনায় যুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং তাদের বাবার নাম এসব যাবতীয় তথ্যাবলী পাওয়া গেছে ।

আরও পড়ুন -  কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান

 খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রান্তি ফাঁড়ি সূত্রে খবর। তবে এতগুলো উটকে কোথায় পাচার করা হচ্ছিল তা জানা যায়নি। ইতিমধ্যেই ক্রান্তি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি এতগুলো উটকে কোথায় রাখা হবে সে বিষয়ে বেশ চিন্তিত প্রশাসন। রাতে যেখানে উট গুলো রাখা হয়েছে সেখানে বিশেষ ভাবে আলো এবং উট গুলোর জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতগুলো উট এই প্রথম উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চারিদিকে খবর চাউর হতেই উৎসাহী লোকজন ভিড় করতে শুরু করেছে উট দেখার জন্য । প্রসঙ্গত, এই এলাকায় গরু পাচারের ঘটনা আগে ঘটলেও উট পাচারের ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে।
Surajit Dey
Published by:Debalina Datta
First published:

Tags: Camel, Jalpaiguri