বাবা চতুর্থ শ্রেণীর কর্মী, ছেলে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ, চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান

Last Updated:

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় ফের ধূপগুড়ি।রাজ্যের সেরার তালিকায় ষষ্ঠ, জেলায় প্রথম ধূপগুড়ির অঙ্কুর।মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জেলার দাপট লক্ষ্য করা গেল।

+
উচ্চমাধ্যমিকে

উচ্চমাধ্যমিকে ষষ্ঠ অঙ্কুর রায়

জলপাইগুড়ি : মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় ফের ধূপগুড়ি। রাজ্যের সেরার তালিকায় ষষ্ঠ, জেলায় প্রথম ধূপগুড়ির অঙ্কুর। ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কুর রায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। মেধা তালিকা প্রকাশ হতেই দেখা যায় অঙ্কুর রায় উচ্চ মাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়েছেন।
পড়ার পাশাপাশি খেলাধুলা করতে ভালবাসেন তিনি। ফলাফল প্রকাশ হতেই অঙ্কুরের বাড়িতে ভিড় জমিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়রা। অঙ্কুর আগামী দিনে ডাক্তার হতে চায়। অঙ্কুরের বাবা রবিকান্ত রায় ধূপগুড়ি পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মী। মা ভারতী রায় গৃহবধূ। ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা।
আরও দেখুন
advertisement
দিনে কোনো বাধা ধরা নিয়মে পড়াশুনা না করলেও যখনই প্রয়োজন করতেন তখনই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতেন৷ দিন-রাত, সকাল-সন্ধ্যা পড়া নিয়ে থাকতেন। তাঁর পরিবার সুত্রে খবর তিনি এন ডি এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অঙ্কুর রায়ের বাবা রবিকান্ত রায় জানান, ছেলে ছোট থেকেই পড়াশুনায় মেধাবী।  ছেলের সাফল্য খুবই খুশি। ছেলেকে ভবিষ্যতে চিকিৎসক হিসেবে দেখতে চান পরিবারের লোকজনও। ষষ্ঠ স্থান অধিকার করেছে অঙ্কুর রায় বলেন যে তাঁর এই ভাল রেজাল্ট আরও থাকে পড়াশোনায় আগ্রহী করে দেবে। তাঁর ইচ্ছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
বাবা চতুর্থ শ্রেণীর কর্মী, ছেলে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ, চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement