Health Care: হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে এই জলজ শামুক! চমকে দেওয়া তথ্য জানালেন চিকিৎসক!

Last Updated:

Health Care: বর্ষাকালে বেশি পাওয়া যায় এই শামুক! সত্যিই চমকে যাবেন জানলে! বাড়ছে বিক্রি!

+
শামুকের

শামুকের রয়েছে গুণ 

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের বুক চিড়ে বয়ে চলা করলা নদীর মধ্যেই লুকিয়ে আছে, হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর মতো জলজ-প্রাণী। উত্তরের এক প্রাচীণ জনপদ বিভাগীয় শহর জলপাইগুড়ি মূলত তিস্তা পাড়ের শহর বলেই পরিচিত হলেও এই শহরের মাঝখান দিয়ে বয়ে চলা নদীটি স্থানীয় মানুষের কাছে স্বপ্নের টেমস। আর এই করলা নদীর থেকেই বর্ষার সময় পাওয়া যায় এমন একটি জলজ প্রাণী যার পুষ্টি গুণের তালিকা অনেকটাই নদীর মতোই সুদুর প্রসারী।
এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম গ্যাস্ট্র পডা, বিভিন্ন প্রজাতির মধ্যে করলা নদীর তলদেশে পাওয়া যায় একটি প্রজাতি যাকে স্থানীয় ভাষায় বিভিন্ন নামে পরিচয় দেওয়া হয়। তবে মূলত এটি যে শামুক এবং এর পুষ্টি গুণ যে আকাশ সম সেটি খুবই সরল ভাষায় বুঝিয়ে দিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুষ্টি বিশেষজ্ঞ মিনি রায় বলেন, এই অঞ্চলে মূলত আপেল শামুক পাওয়া যায় এবং তার থেকেও ছোটো যে শামুক গুলো নদীর তলদেশে পাওয়া যায় তার মধ্যে যেমন রয়েছে ফসফরাস, ম্যাগানিজ, এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় ওমেগার মতো অত্যন্ত মূল্যবান প্রোটিন।
advertisement
advertisement
আরও পড়ুন: 
অপরদিকে, এই শামুক জলপাইগুড়ি জেলা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন চা বাগান এবং বন বস্তির সাপ্তাহিক হাট গুলিতে বর্ষার সময় বিক্রি হয়ে আসছে যুগ যুগ ধরে, যদিও এর পুষ্টি গুণ থেকে বঞ্চিত হচ্ছে শহরের আধুনিক সমাজের একটি বড় অংশ। ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন হাটের শামুক বিক্রেতা বন্ধন উড়িয়া বলেন, বর্ষায় যখন নদীর জল কিছুটা কমে যায় সেই সময় নদীর পাশে জলের নিচের জঙ্গলে হাত দিয়ে এই শামুক খুঁজে বার করতে হয়।ক্রেতাদের মধ্যে বেশ চাহিদা রয়েছে এই শামুকের।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Health Care: হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে এই জলজ শামুক! চমকে দেওয়া তথ্য জানালেন চিকিৎসক!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement