Palm Shell: গরমকালে তালের শাঁস খেলে কোন কোন রোগ থেকে মুক্তি মেলে জানেন? অবাক হবেন!

Last Updated:

Palm Shell: গরম পড়তেই তালের শাঁস চলে এসেছে বাজারে। নরম তুলতুলে, রসালো ও মিষ্টি তালের শাঁস অনেকেরই বেশ পছন্দের। কেবল খেতেই নয়, তালের শাঁসে রয়েছে অনেক উপকারও, জানুন

+
তালশাঁসের

তালশাঁসের চাহিদা বেড়েছে জলপাইগুড়ির বাজারে

জলপাইগুড়ি : গরম পড়তেই তালের শাঁস চলে এসেছে বাজারে। নরম তুলতুলে, রসালও মিষ্টি তালের শাঁস অনেকেরই বেশ পছন্দের। কেবল খেতেই নয়, তালের শাঁসে রয়েছে অনেক উপকারিতাও। অনেকেই প্রশ্ন তুলতে পারেন তালের শাঁস আবার এমন কী উপকারী ফল! তবে ভেতরের খবর পড়লে নিশ্চই আপনার সংশয় কেটে যাবে। আপনি রীতিমতো অবাক হবেন। গরমে শরীর ও পেট ঠান্ডা রাখে তালের শাঁস। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যারও সমাধান করে এই ফল। অন্যদিকে দেখা যাচ্ছে ডাব জলের চাহিদাও রয়েছে জলপাইগুড়ি বাজারে। এরও বহু গুণ রয়েছে। কিন্তু বসন্তকালের শেষ দিকে গরমের প্রথম দিকে বিভিন্ন রকম রোগ, পেটের সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দূর করতে তালে শাঁস খুব উপযোগী। আসুন জেনে নিই ‌কী উপকার রয়েছে এই তালের শাঁসে।
তাল শাসে ভিন্ন উপাদান রয়েছে । শারীরিক বহু রোগ নিরাময়ে সাহায্য করে। যেমন যাদের মূত্রের সমস্যা রয়েছে তাদের মূত্রের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। পেটের রোগ দূরীকরণে সাহায্য করে। এটি রক্ত ​​সম্পর্কিত সমস্যা দূর করে। এছাড়াও, এটি শরীরের ক্লান্তি হ্রাস করে। দিনে দুবার গুড়ের সাথে তাল শাঁস খাওয়া পেটের পক্ষে ভাল।
advertisement
advertisement
তা হলে বুঝলেন তো তালের শাঁস কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।এক বিক্রেতা বলেন, গরম পড়তেই বাজারে তালের শাঁস উঠে গিয়েছে। ফল হিসেবে বেশ ভালই বিক্রি হচ্ছে তালেরশাঁস। এই ফলের অনেক উপকার রয়েছে। খেতেও খুবই সুস্বাদু। ভালো বিক্রি হওয়ায় আমাদেরও আর্থিক লাভ হচ্ছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Palm Shell: গরমকালে তালের শাঁস খেলে কোন কোন রোগ থেকে মুক্তি মেলে জানেন? অবাক হবেন!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement