Jalpaiguri News: বুনো শুয়োরের হামলায় জখম ৫, তীব্র আতঙ্ক গ্রামে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
গ্রামে তাণ্ডব চালাচ্ছিল বুনো শুয়োরের দল। তাদের তাড়াতে গিয়ে উল্টে হাসপাতালে ঠাঁই হল পাঁচ গ্রামবাসীর
জলপাইগুড়ি: বুনো শুয়োরের হাত থেকে গ্রামকে বাঁচাতে গিয়ে জখম হলেন পাঁচজন। ধুপগুড়ির বেতগারা কলোনি এলাকার ঘটনা। আহতদের তড়িঘড়ির জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে আচমকা ৫-৬ টি বুনো শুয়োর ধূপগুড়ি ব্লকের কুর্শামারি সংলগ্ন বেতগারা কলোনি এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পার্শ্ববর্তী রামসাই জঙ্গল থেকে ওই বুনো শুয়োররা বেতগারা কলোনিতে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। তাদের হাত থেকে গ্রামকে বাঁচাতে ছেলে-বুড়োরা দলবেঁধে ছুটে যায়। বুনো শুয়োর তাড়াতে গিয়ে উল্টে ঘটে বিপত্তি। ক্ষেপে গিয়ে গ্রামবাসীদের আক্রমণ করে তারা। আর তাতেই বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন।
advertisement
advertisement
আঘাত গুরুতর হওয়ায় পাঁচজন গ্রামবাসীকে দ্রুত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকার আশেপাশেই বুনো শুয়োরের দলটি অবস্থান করছে। ফলে প্রবল আতঙ্কে ভুগছে গ্রামের মানুষ। ভয়ে রাস্তাঘাট প্রায় শুনশান।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 12:38 PM IST