Rail News|| হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন কাফলার বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Rail News: নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে এসেই থমকে যায় দূরপাল্লার এই ট্রেনের যাত্রা।
জলপাইগুড়ি: শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে এসেই থমকে যায় দূরপাল্লার এই ট্রেনের যাত্রা।ট্রেনে গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী প্রতিম দাস আক্ষেপের সুরে বলেন, এখানেই ট্রেন প্রায় তিন ঘন্টা থেকে দাঁড়িয়ে, সঠিকভাবে কোনও ব্যবস্থাই নেই, কখন যে গৌহাটি পৌঁছতে পারব জানি না। অপরদিকে, কামরূপ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনের যাত্রা থমকে যাওয়ায় ইতিমধ্যে রেল বিভাগে চাঞ্চল্য দেখা দিয়েছে।
অন্যদিকে, ট্রেনের যাত্রী প্রসেনজিৎ দাস বলেন, যে বিগত মালদার পর থেকে ট্রেনে এসি কামড়ায় জলের সমস্যা না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের শুধু তাই নয় প্রায় দু'ঘণ্টার উপরে ট্রেনে যান্ত্রিক ত্রুটির সমস্যার সঠিক না হয় কর্মস্থলে যাওয়ায় আরো সমস্যা হবে।
আরও পড়ুনঃ সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষিরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন
জলপাইগুড়ি রোড স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর এ প্রসঙ্গে জানান, সকালে ট্রেনটি স্টেশনে ঢোকার পরেই নজরে আসে ইঞ্জিন থেকে কামরার সংযোগকারী কাফলারে সমস্যা, সেই থেকেই ট্রেনটিকে আটকে রাখা হয়েছেন রেলের সংশ্লিষ্ট দফতরের কর্মীরা কাজ সুরু করেছে দ্রুত কাজ চলছে। পাশাপাশি, যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি ও দেখা হচ্ছে, যেহেতু এটি মেইন লাইন সেই জন্যে এই মুহূর্তে অন্যান্য ট্রেনের যাত্রা পথ চালু রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 5:40 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Rail News|| হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন কাফলার বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা