Elephant-Lataguri: মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাতি! জাতীয় সড়কে ১৫ মিনিট ধরে যা চলল, জানলে চমকাবেন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant-Lataguri: মাঝ রাস্তায় একী করল গজরাজ! ১৫ মিনিট ধরে যা চলল, জানলে সত্যিই অবাক হবেন
জলপাইগুড়ি: জঙ্গল খুলতেই রাস্তার উপর দাঁতাল সেই দাঁতাল দেখে খুশি পর্যটকরা। আর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সমস্ত মানুষজন। লাটাগুড়ি গরুমারা জঙ্গলের মাঝে লাটাগুড়ি চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল গজরাজ। অবরোধের ফলে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে।
জঙ্গলের ভিতরের জাতীয় সড়কের পাশে খাবার খেতে চলে আসে , এতে কিছুক্ষণের জন্য যানবাহন বন্ধ হয়ে যায় । জাতীয় সড়কে উভয় পাশে যানজট সৃষ্টি হয়। রাস্তার উভয় পাশের যাত্রীরা মোবাইল ফোনে হাতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
আরও পড়ুন: পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! প্রণাম করলেই ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও
advertisement
advertisement
তারমধ্যে একাধিক পর্যটকদের হঠাৎ করেই হাতি দেখতে পেয়ে খুশি । দুই একটি বাইক ও ছোট গাড়ি রাস্তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই দাঁতাল তাদের তাড়া করায় ফিরে যেতে বাধ্য হয়। প্রায় ১৫ মিনিট ধরে ওই দাঁতাল হাতিটি রাস্তায় থাকার পর ফের জঙ্গলের ভিতরে চলে যায়। এরপরেই রাস্তায় চলাচল স্বাভাবিক হয়।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 10:00 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Elephant-Lataguri: মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাতি! জাতীয় সড়কে ১৫ মিনিট ধরে যা চলল, জানলে চমকাবেন!