Durga Puja 2023: দুর্গাপুজোয় পরিবেশবান্ধব প্যান্ডেলে বাজিমাত জলপাইগুড়ির ক্লাবের! মিলল সেরা মূর্তির পুরস্কারও

Last Updated:

Durga Puja 2023: মাটি দিয়ে তৈরি নানা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী, ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো।

+
সেরা

সেরা মূর্তি

জলপাইগুড়ি: পুজো শুরু হয়ে গিয়েছে। সারা বছর বাঙালির অপেক্ষা এই চারটি দিনের জন্য। কলকাতা শহরে এখন বেশির ভাগ পুজোই হয় থিমের ওপর ভিত্তি করে। কে কার থেকে চমকপ্রদ ও আকর্ষণীয় থিম করতে পারে, এখন চলে তারই ইঁদুর দৌড়। এই দৌড়ে বাদ নেই জেলাগুলিও। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি বড় থিম পুজো হয়েছে। যেগুলির মধ্যে জলপাইগুড়ি দিশারী ক্লাব ও পাঠাগারের পুজো অন্যতম। এবছর তাদের থিম ‘মাটির টানে মায়ের কাছে’।
মাটি দিয়ে তৈরি নানা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী, ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। অন্যান্য পুজোর মণ্ডপের মতোই মানুষের নজর কেড়েছে এই দিশারী ক্লাব ও পাঠাগারের পুজোও। এবছর তাদের পুজো ৬০ তম বর্ষে পদার্পণ করল।
advertisement
advertisement
মণ্ডপ তৈরিতে পরিবেশবান্ধব দ্রব্য তথা পচনশীল দ্রব্যই ব্যবহার করা হয়েছে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। উলুখাগড়া, বাঁশ, কাপড়, পোড়া মাটির জিনিস ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এ মণ্ডপ। যাতে পুজো শেষে পরিবেশের কোনও ক্ষতি না হয়, সহজেই মাটিতে মিশে যায়।
advertisement
এবারের আয়োজন প্রসঙ্গেদিশারী ক্লাবের যুগ্ম সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, ”আমাদের মণ্ডপটি পরিবেশবান্ধব হিসেবেই তৈরি হয়েছে। মাটি থেকে উৎপন্ন জিনিস সহজেই মাটিতেই বিলীন হয়ে যাবে। এমন সামগ্রী দিয়েই মণ্ডপ তৈরি হয়েছে। পুজো ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই ক্লাব। এবারের ইচ্ছে শহরের মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Durga Puja 2023: দুর্গাপুজোয় পরিবেশবান্ধব প্যান্ডেলে বাজিমাত জলপাইগুড়ির ক্লাবের! মিলল সেরা মূর্তির পুরস্কারও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement