Jalpaiguri News: ভিলেন দূষণ! তিস্তা থেকে মুখ ফেরাচ্ছে পরি‌যায়ী পাখিরা

Last Updated:

দূষণের জেরে তিস্তায় পরি‌যায়ী পাখিদের ভিড় নেই। উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।

+
পরিযায়ী

পরিযায়ী পাখি

জলপাইগুড়ি: শীত মানেই পরিযায়ী পাখির অবাধ আগমন। প্রতি বছরই উত্তর তথা জলপাইগুড়ি জেলার নদী- বিল সবখানেই দেখা মেলে এই নতুন অতিথিদের। কিন্তু এবার দেখা গেল অন্য চিত্র। অন্যান্য বারের মতো জলপাইগুড়ির তিস্তা নদীতে আর দেখা মিলছে না পরিযায়ী পাখিদের। আর এতেই মন খারাপ জলপাইগুড়িবাসীর। তিস্তা ছেড়ে অতিথিরা বাসা বেঁধেছে নতুন ঠিকানায়। কিন্তু কেন?
সিকিমের হড়পা বানের প্রভাবে তিস্তায় বেড়ছে ঘোলা জল সহ রাসায়ানিক। তাই ঠিকানা বদলে পরিযায়ী পাখিদের এখন নতুন ঠিকানা জলঢাকা নদী। কিন্তু এবছর তিস্তা নদীতে সে অর্থে পরিযায়ী পাখিদের দেখা মিলছে না বলে দাবি পরিবেশপ্রেমীদের। তিস্তায় না এসে এখন জলঢাকা নদীর বিভিন্ন তীরে সেই সমস্ত পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে। আর তাতেই চিন্তিত পরিবেশপ্রেমীরা। এর পিছনে পরিবেশ প্রেমীরা সিকিমের হড়পা বানকে দায়ী করেছেন।
advertisement
advertisement
জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্য ডঃ রাজা রাউত বলেন, এই সময়ে প্রতিবছর বিভিন্ন পরিযায়ী পাখি তিস্তার বুকে আসত। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে তিস্তায় সেই পরিমাণ পাখি আসছে না। ঠিকানা বদলে সেই সমস্ত পরিযায়ী পাখি এখন জলঢাকা নদীতে ঠাঁই নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষী বিশেষজ্ঞ শান্তনু মজুমদার বলেন, আমরা বিগত ১০ বছর ধরে তিস্তা এবং তার সংলগ্ন নদী গুলিতে পরিযায়ী পাখিদের নিয়ে কাজ করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর থেকে ধীরে ধীরে পাখিদের সংখ্যা কমতে শুরু করেছে। এর পিছনে তিস্তা নদীর দূষণকে দায়ী করা যায়। তাই আমাদের সকলকে তিস্তা নদীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভিলেন দূষণ! তিস্তা থেকে মুখ ফেরাচ্ছে পরি‌যায়ী পাখিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement