Dhupguri By-Election Result 2023: সকাল থেকে কড়া টক্করের পরে অবশেষে জয়! ধূপগুড়িজুড়ে উচ্ছ্বাস শুরু তৃণমূলকর্মীদের

Last Updated:

Dhupguri By-Election Result 2023: শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয় ভোট গণনার কাজ

উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়
উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়
জলপাইগুড়ি: সকাল থেকে কড়া টক্কর, অবশেষে ধূপগুড়ি আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। অন্যদিকে কার্যত মুখ থুবড়ে পড়েছে বাম-কংগ্রেস জোট। এই বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয় ভোট গণনার কাজ।
জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো শেষ ফলাফলে দেখা যায়, ধূপগুড়ি বিধানসভা আসনে তৃণমুল প্রার্থী অধ্যাপক নির্মল চান্দ্র রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,৩৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৯৭৮টি ভোট, জয়ী তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬৯৬১ টি ভোট। জয় পেতেই গণনা কেন্দ্রের বাইরে আকাশে উড়তে থাকে সবুজ আবীর। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
advertisement
advertisement
তবে এদিন ধূপগুড়ির প্রত্যেকটা রাউন্ডেই বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে শাসকদল তৃণমূল। দিনের শুরুতেই পোস্টাল ব্যালটে এগিয়ে যায় বিজেপি। তারপরে প্রথম দুটি রাউন্ডেও এগিয়ে থাকে পদ্ম শিবির। কিন্তু তৃতীয় রাউন্ড থেকে ছবি বদলাতে শুরু করে। অল্প কিছু ব্যবধান বাড়ায় ঘাসফুল শিবির। তারপরে প্রত্যেকটি রাউন্ডেই ব্যবধান আরও বাড়তে থাকে।
advertisement
মাঝে অবশ্য ব্যবধান কমিয়ে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু শেষে দেখা গেল তৃণমূল প্রার্থী প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে জিতে গিয়েছেন। প্রসঙ্গত, ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে মহাকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণাও তৃণমূলের ভোটব্যাঙ্ক বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করেছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Dhupguri By-Election Result 2023: সকাল থেকে কড়া টক্করের পরে অবশেষে জয়! ধূপগুড়িজুড়ে উচ্ছ্বাস শুরু তৃণমূলকর্মীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement