Karwa Chauth: করবা চৌথের সকালে হঠাৎ চালনি কেনার ধুম! বাঙালিও সন্ধের চাঁদ দেখে উপোস ভাঙবে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
হিন্দিভাষীদের করবা চৌথে মজেছে বাঙালিও ব্রত। পালনের জন্য হঠাৎই বেড়ে গেল চালনি কেনার চাহিদা
জলপাইগুড়ি: করবা চৌথ ব্রত পালন সাধারণত হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত। কিন্তু এখন বহু বাঙালিও এই প্রথা পালন করে। স্বামীর মঙ্গল কামনায় বহু বাঙালি রমণী আজকাল করবা চৌথ ব্রত রাখেন। দিনের শেষে চালনির ফাঁক দিয়ে চাঁদের আলোয় স্বামীর মুখ দেখে তবে ব্রত ভঙ্গ করে কিছু মুখে দেন। তার আগে হঠাৎই বাজারে বেড়ে গেল চালনির চাহিদা। করবা চৌথ পালনের জন্য মহিলারা নতুন চালনি কিনতে শুরু করেছেন।
অনেকের ধারণা হিন্দি সিনেমা, সিরিয়ালে করবা চৌথের নানান অনুষ্ঠান দেখানোর পর এর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এবার সেই তালিকায় দল বেঁধে নাম লিখিয়েছে জলপাইগুড়ির মানুষ। এখানকার বাজারে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে চালনি বিক্রি। দেদার বিকোচ্ছে সেগুলি। আসুন জেনে নিন ঠিক কীভাবে করবা চৌথের ব্রত রাখা হয়?
advertisement
advertisement
এক্ষেত্রে প্রথমেই স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীকে নির্জলা উপবাস রাখতে হয়। ঠিক সন্ধের সময় আকাশে চাঁদের উদয় হলে ছাকনির মধ্যে দিয়ে সেই চাঁদ দর্শন এবং স্বামীর হাতে জলপান করে উপবাস ভাঙেন স্ত্রী। এবার তিথি অনুযায়ী বুধবার সকাল থেকেই শুরু হবে করবা চৌথের ব্রত পালন। এই প্রসঙ্গে করবা চৌথ ব্রত রেখে প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে আসা গীতা শা বলেন, চাঁদের পুজো করভা চৌথ। স্বামীর মঙ্গল কামনা করে উপবাস থেকে এই ব্রত পালন করা হয়। এদিকে বাজারের বিক্রেতারা জানিয়েছেন করবা চৌথ উপলক্ষে আটা চলার চালনির চাহিদা অনেকটাই বেড়েছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 6:00 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Karwa Chauth: করবা চৌথের সকালে হঠাৎ চালনি কেনার ধুম! বাঙালিও সন্ধের চাঁদ দেখে উপোস ভাঙবে