Jalpaiguri News|| বিদ্যে টু পাস! তিনি নাকি বিলেত ফেরত ডাক্তার! ধরা পড়তেই হাউহাউ কান্না, ভাইরাল ভিডিও
- Published by:Shubhagata Dey
Last Updated:
Class 2 Pass Fake doctor arrest: মাত্র দ্বিতীয় শ্রেণি পাশ করেই আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন তিনি। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হলো ভুয়ো ডাক্তারের।
#জলপাইগুড়ি: মাত্র দ্বিতীয় শ্রেণি পাশ করেই আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন তিনি। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হলো ভুয়ো ডাক্তারের।
জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সুভাষ পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ রায়। তার বছর ৬ এর ছেলে ঋষি রায় বিশেষ চাহিদা সম্পন্ন। তাই বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনরকম সুস্থতা মেলেনি। কোনওভাবে এই খবর পায় রংবাজ শেখ। সম্প্রতি তার বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন।
আরও পড়ুনঃ দারুন খবর! জয়নগরের মোয়া এ বার মিলবে অনলাইনেও! কীভাবে জেনে নিন
এরপর তার ছেলেকে ভালোভাবে পরীক্ষা করে ওষুধ দেন। যেই ওষুধ গুলির জন্য তিনি ২৮,০০০ টাকা দাবি করেন বলে অভিযোগ পরিবারের।অপরদিকে, বাচ্চার বাবা বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয়। এরপর তার আই কার্ডের নাম ও ডিগ্রি দিয়ে ওয়েব সাইটে সার্চ করলে মিসম্যাচ দেখায়। এতে তার মনে সন্দেহ আরও বেড়ে যায়। ওষুধ নেওয়ার অছিলায় আজ রংবাজ শেখকে বাড়িতে ডাকেন তিনি।
advertisement
advertisement
রংবাজ এলে পাড়া প্রতিবেশীরা মিলে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ক্যামেরার সামনে তিনি স্বীকার করেন তিনি ভুয়ো ডাক্তার। তিনি মাত্র ক্লাস টু অবধি পড়াশোনা করেছেন। এরপর পরিবারের লোকেরা খবর দেয় বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় তাকে।
সুরজিৎ দে
Location :
First Published :
November 16, 2022 9:02 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News|| বিদ্যে টু পাস! তিনি নাকি বিলেত ফেরত ডাক্তার! ধরা পড়তেই হাউহাউ কান্না, ভাইরাল ভিডিও