Chandrayaan 3 Successful Landing: চাঁদে আলো ফোটাল জলপাইগুড়ির কলেজের ৬ ছাত্র, সারা জেলায় চলল মিষ্টি বিতরণ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Chandrayaan 3 Successful Landing: বৃহস্পতিবারও কলেজ ক্যাম্পাস-সহ এলাকায় চলছে লাড্ডু বিতরণ করে কৌশিক সহ আর ৫ ছাত্রের সাফল্য উদযাপিত করার পালা।
জলপাইগুড়ি: বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট, চাঁদের দক্ষিণ প্রান্তে পা রাখলো বিক্রম, টিভিতে সেই দৃশ্য দেখার পর থেকেই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে আনন্দের জোয়ার। কারণ চন্দ্রযান-৩ মিশনের অন্যতম সদস্য কৌশিক নাগ ২০১৫ সালে এই জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ আউট হয়েই যুক্ত হয় ভারতের মহাকাশ গবেষণার মন্দির ইসরোতে।
এ ছাড়াও এই চন্দ্রযান- ৩ অভিযানে কলেজের আরও পাঁচ ছাত্র যুক্ত ছিলেন। বৃহস্পতিবারও কলেজ ক্যাম্পাস-সহ এলাকায় চলছে লাড্ডু বিতরণ করে কৌশিক সহ আর ৫ ছাত্রের সাফল্য উদযাপিত করার পালা।এ দিন জলপাইগুড়ি লায়ন্স জেনেসিসের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক,কর্মিদের মধ্যে মিষ্টি বিতরণ করার মধ্যে দিয়ে কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানায় তাঁরা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ির পক্ষে বিনীত খড়িয়া জানান, ‘কলেজ থেকে পড়াশুনো করে কৌশিক এত বড় কার্যসিদ্ধি করল সেই কলেজের অধ্যক্ষ অধ্যাপকদের মিষ্টি মুখ করিয়ে শ্রদ্ধা জানিয়ে গেলাম।’ অপরদিকে এই প্রসঙ্গে দেশের অন্যতম প্রাচীন এবং আদর্শ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড: অমিতাভ রায় বলেন, ‘এটা কারও একার সাফল্য নয়, কলেজের সমস্ত স্টেক হোল্ডাররাই সমান ভাবে যুক্ত এই সাফল্যের পিছনে। আমরা গর্বিত আমাদের ছাত্রদের জন্য।’
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 5:26 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Chandrayaan 3 Successful Landing: চাঁদে আলো ফোটাল জলপাইগুড়ির কলেজের ৬ ছাত্র, সারা জেলায় চলল মিষ্টি বিতরণ