Brown sugar recovered: শিলিগুড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ১ মহিলা সহ ২ মাদক কারবারী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এই কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয় এক মহিলা সহ ২ মাদক কারবারী
#শিলিগুড়ি: ফের শিলিগুড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকা মূল্যের মাদক ব্রাউন সুগার। উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোলপিটন পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয় এক মহিলা সহ ২ মাদক কারবারী। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন লাগোয়া এলাকায় বিশেষ অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ জনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ২ কেজি ২৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, এই নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার ডিমাপুর থেকে সড়কপথে গুয়াহাটি হয়ে রাজধানী এক্সপ্রেসে শিলিগুড়ি নিয়ে এসেছিল মহিলা সহ দুই পাচারকারী। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেই ব্রাউন সুগার মুর্শিদাবাদের এক যুবককে হস্তান্তর করার পরিকল্পনা ছিল। তার আগেই স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পরে যায় মাদক কারবারীরা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট এ মামলা রুজু করা হয়েছে। ধৃতদের এদিন পুলিশি হেফাজতে চেয়ে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ৫৯৩ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল, শেখাওয়াত বিশ্বাস, আব্দুল মাজিদ এবং অসীম আক্রম। তারা মালদহর কালিয়াচকের বাসিন্দা। শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত শহিদনগর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময়ও উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা।
advertisement
Location :
First Published :
March 15, 2022 8:34 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Brown sugar recovered: শিলিগুড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ১ মহিলা সহ ২ মাদক কারবারী