Jalpaiguri News: 'হাততালি দিয়ে টাকা তোলেন!' অপবাদ সরিয়ে রেখেই দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে বৃহন্নলারা

Last Updated:

ওরা ট্রেনে-বাসে হাত পেতে লোকের থেকে টাকা তোলে, সেই বৃহন্নলারাই দুঃস্থ ছেলেমেয়েদের হাতে তুলে দিলেন স্কুলের বই

+
title=

জলপাইগুড়ি: ট্রেন অথবা বাসে হাততালি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ওরা। সমাজের চোখে 'হিজড়ে' নামেই পরিচিত। নিজেদেরই প্রতিদিন দু'বেলা ভালো করে খাবার জোটে না। সবকিছু থেকে অপাঙক্তেয় করে রাখে সমাজ। সেই বৃহন্নলারাই দুঃস্থ ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে অনন্য নজির গড়লেন। হ্যাঁ, এটাই সত্যি! জলপাইগুড়ি শহরে দেখা গেল এই দৃশ্য।
দোস্ত ছাত্র-ছাত্রীদের সাহায্য করে পিপাসা বললেন, "আমরা তেমনভাবে পড়তে পারিনি, চাই ওরা পড়ুক।" ঠিক তখন মেয়ের বই জোগাড় হওয়ায় আবেগে কেঁদে ফেললেন করোনার সময় কাজ হারানো অসহায় বাবা। জলপাইগুড়ি বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের দুস্থ মেধাবী ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে এই আনন্দের মুহূর্তেও কিছুটা খারাপ ছবি ভেসে ওঠে। এক সময় মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়িয়ে ছিলেন এমন একজন বাবা করোনা অতিমারির কারণে কাজ হারিয়ে আজ টোটো চালান। স্বাভাবিকভাবেই নিজের দুই মেধাবী মেয়ের পড়াশুনোর খরচ চালাতে একপ্রকার অপারগ। সেই মুহূর্তে বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক সাহায্য পেয়ে নিজের দু'চোখের জল আটকাতে পারলেন না।অপরদিকে বই পেয়ে খুশি ছাত্রীরা, তাঁরা অকপটে স্বীকার করে নেন, খুব উপকার হল।
advertisement
advertisement
এদিকে যাদের উদ্যোগে এই মহানকার্য সেই বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা জানান, "আমরা পড়াশোনা করতে পারিনি। কারণ সেই সময় সমাজ অন্য রকম ছিল। আজ সাধারণ মানুষ আমাদের এগিয়ে দিচ্ছেন। আর তাই আমরাও আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে মুখ না ফিরিয়ে নিয়ে আমাদের কর্তব্য পালনের চেষ্টা করছি মাত্র।"
advertisement
দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, "এই বই তাদের কাছে জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে থাকবে ।"
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: 'হাততালি দিয়ে টাকা তোলেন!' অপবাদ সরিয়ে রেখেই দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে বৃহন্নলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement