Valentine's day on Bengal Safari: ভালোবাসার দিবসে ডেস্টিনেশন 'বেঙ্গল সাফারি'! সাজল 'ওঁদের' আস্তানা, ভিড় ষোলোআনা

Last Updated:

এদিন শহরের রাজপথ সবুজ আবিরে রাঙা হলেও শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারিতে (Bengal Safari) কিন্তু ধরা পরল অন্য চিত্র। লাল বেলুন (red balloons) থেকে শুরু করে লাল গোলাপের সেলফি জোন (selfie zone) যেন 'সেনসেশন পয়েন্ট' হয়ে দাঁড়িয়েছিল

সেজে উঠেছে বেঙ্গল সাফারি
সেজে উঠেছে বেঙ্গল সাফারি
#শিলিগুড়ি: শিলিগুড়ির রং 'সবুজ' হলেও ভালোবাসার মোড়ক এখন যে লালই তা নিয়ে দ্বিমত নেই। আজ ভালোবাসার দিন, ভ্যালেনটাইন্স ডে (valentine's day)। গোলাপ (Rose day) থেকে টেডি (teddy day), প্রপোজ (propose day) থেকে ভ্যালেনটাইন্স ডে (valentine's day); ফেব্রুয়ারি মাসের অর্ধেকটাই ভালোবাসার মুডে থাকে মানুষ। তবে শিলিগুড়ি শহর সদাই আলাদা। ভোটের রাজনীতি হোক কিংবা শিল্প-সংস্কৃতি; ভিন্ন স্বাদের আস্বাদন সবসময়ই করিয়েছে এই শহর। এদিন শহরের রাজপথ সবুজ আবিরে রাঙা হলেও শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারিতে (Bengal Safari) কিন্তু ধরা পরল অন্য চিত্র। লাল বেলুন (red balloons) থেকে শুরু করে লাল গোলাপের সেলফি জোন (selfie zone) যেন 'সেনসেশন পয়েন্ট' হয়ে দাঁড়িয়েছিল দম্পতিদের জন্য।
এদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারির (Bengal Safari - Siliguri) ডাইরেক্টর (Director) এস. এস. শেরপা নিউজ ১৮ লোকালকে বলেন, "আমরা এবার বেঙ্গল সাফারিতেও (Bengal Safari - Siliguri) ভ্যালেনটাইন্স ডে (valentine's day 2022) পালন করলাম। আগত সকল দর্শকদের বেশির ভাগই ছিল নবীন দম্পতি ( young couples)। তাই তাদেরকে আকর্ষিত করতেই এই উদ্যোগ।"
এদিন বছর পঞ্চাশের নরেশবাবু চল্লিশের কোঠায় তাঁর স্ত্রী মধুশ্রীদেবীকে নিয়ে এসেছিলেন বেঙ্গল সাফারি পার্কে। তিনি আমাদের বলেন, "আমাদের ভ্যালেন্টাইন্স ডে বলে তেমন কিছু নেই। প্রতিটা দিনই এখন ভ্যালেন্টাইন্স ডে বললেই চলে। আমার ছেলে আর নতুন বৌমা সকাল বেলায় এই বেঙ্গল সাফারি প্ল্যানটা করেছে। আজ ছুটিও নিয়েছি। ভালোই লাগছে এসে।"
advertisement
advertisement
নবীন প্রজন্মও কিন্তু পিছিয়ে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি (couple) আমাদের জানান, সারা সপ্তাহে সেইভাবে সময় দু'জন দু'জনকে দেওয়া হয় না। তাই আউটিংয়ের জন্য ভ্যালেন্টাইন্স ডে -টাকেই বেছে নিয়েছেন তাঁরা। আর শহরের থেকেও দূরে বেঙ্গল সাফারির অপশনটা ছিল তাদের আউটিংয়ের লিস্টের সবার ওপরে।
পাশাপাশি, শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার কিকাকে একবছরের জন্য দত্তক নেন। এ প্রসঙ্গে বেঙ্গল সাফারির (Bengal Safari - Siliguri) ডাইরেক্টর বলেন, "ওয়েস্ট বেঙ্গল চিড়িয়াখানা কর্তৃপক্ষের পশু দত্তক নেওয়ার উদ্যোগের মাধ্যমে, প্রিয়জনকে বন্য প্রাণীদের ভালবাসা এবং যত্ন উপহার দেওয়ার মাধ্যমে বেঙ্গল সাফারি প্রাণীদের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে অনেকেই এগিয়ে এসেছেন। এর আগেও ডাঃ প্রেম দর্জি ভুটিয়া পশু দত্তক নিয়েছেন। ভালোবাসার এই দিনে আমাদের একটাই বার্তা থাকবে, আপনার প্রিয়জনকে পশু দত্তক নেওয়ার মাধ্যমে তাদের ভালবাসার প্রতীক উপহার দিয়ে তাদের সঙ্গে প্রেমবন্ধনকে আরও শক্তিশালী করার বার্তা দিন। আমরা জন্মদিনের, বিবাহবার্ষিকী বা এই জাতীয় অন্যান্য উপলক্ষ্যে বিভিন্ন উপহার দিই, কেন এই ভ্যালেন্টাইন্স ডে -তে পশুপাখির যত্নের প্রিয়জনদের জন্য উপহার নয়।"
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Valentine's day on Bengal Safari: ভালোবাসার দিবসে ডেস্টিনেশন 'বেঙ্গল সাফারি'! সাজল 'ওঁদের' আস্তানা, ভিড় ষোলোআনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement