Unique Holi: অন্যরকম হোলিতে মাতলেন সমাজকর্মী তথা পুলিশকর্মী বাপন দাস

Last Updated:

অভাবী শিশুদের সঙ্গে রঙের উৎসবে মাতেন তাঁরা। সেখানে শিশুদের গালে রং ও আবির দেওয়া থেকে শুরু করে মিষ্টি বিতরণ, সবই চলে। দেদার আনন্দে মেতে ওঠে ছোটরা

+
রংয়ের

রংয়ের উৎসবে বাপন 

#শিলিগুড়ি: অসহায় শিশুদের সঙ্গে হোলির আনন্দ ভাগ করে নিলেন সমাজকর্মী তথা পুলিশকর্মী বাপন দাস। অসহায় শিশুদের সঙ্গে হোলিতে মাতলেন তিনি। দার্জিলিং ও উত্তর দিনাজপুর সীমান্তে মহানন্দা নদীর পাড়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে যান তিনি। তাঁর সংস্থা বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অন্য সদস্যদের মধ্যে মিন্টু, রাজু, অমর, রাজেশ, প্রাণ সকলকে নিয়ে অভাবী শিশুদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। সেখানে শিশুদের গালে রং ও আবির দেওয়া থেকে শুরু করে মিষ্টি বিতরণ, সবই চলে। দেদার আনন্দে মেতে ওঠে ছোটরা।হোলির আনন্দে সামিল হয় এদিন প্রচুর কচিকাঁচারা। এই আনন্দে মেতে উঠেছিল সকলেই। ছিল আবির, হরেকরকম ভূতের ও মজাদার মুখোশ ও জিলাপি।
বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা কলকাতা পুলিশে কর্মরত পুলিশকর্মী বাপনবাবু বলেন, 'হোলি রঙের উৎসব। ছুটির দিনে সকলেই আমরা পরিবারের সঙ্গে ভালোমন্দ খাওয়া থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া, এভাবেই কাটাই। কিন্তু এদের কথা হয়ত আমাদের ব্যস্ত জীবনে কেউই ভেবে উঠতে পারি না। সকলেই নিজের জন্য ভাবি। এবার না হয় অভাবীদের জন্য হোলির উৎসব ও আনন্দ উৎসর্গ করলাম।' তিনি আরও বলেন, 'করোনার জন্য দুই বছর আনন্দ মাটি হয়েছিল। এদের তো মজা বলতে কিছুই নেই। পরের দিন কী খাবে, কী করবে তা নিয়ে ভাবতে ভাবতেই সময় কাটে। আমরা সবাই নিজের জন্যে ভাবি। একটু অন্যরকমভাবে ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম।'
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Unique Holi: অন্যরকম হোলিতে মাতলেন সমাজকর্মী তথা পুলিশকর্মী বাপন দাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement