Bangla News: খোলা হল ভালবাসার দোকান! কেনা বেচা নয়! মিলবে না প্রেমও! তবে কী...
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Bangla News: ভালবাসার দোকানে কী পাওয়া যাবে? যা ঘটছে জানলে অবাক হবেন
জলপাইগুড়ি : ভোটের মুখে দোকান খুললেন কংগ্রেস প্রার্থী। শুনতে অবাক করা এই দোকানে কেনা বেচা নয় ভাব ভালবাসা বিনিময় করা হবে। নির্বাচনী বুথ অফিসেরনাম রেখেছেন ” ভালবাসার দোকান”। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের শানু পাড়ায় কংগ্রেস প্রার্থীর ভালবাসার দোকানে এখন নিয়মিত আড্ডা জমাচ্ছেন এলাকার লোকজন।সৌজন্য বিনিময়ের পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
কংগ্রেস প্রার্থী গণেশ ঘোষ জানিয়েছেন রাহুল গান্ধি বার্তা দিয়েছেন “নফরত কে বাজর মে মহব্বত কা দোকান খোল রাহা হুঁ !” আমরা সেই বার্তাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছি। অহিংসা আমাদের মূল মন্ত্র। আমরা কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না। তার বদলে আমরা এলাকার মানুষকে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে সচেতন করে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দিচ্ছি।
advertisement
advertisement
এলাকার বাসিন্দা রুম্পা রায় ‘ভালবাসার দোকান’ প্রসঙ্গে বলেন, এমন তো আগে দেখিনি, ভালবাসা কি দোকানে পাওয়া যায়, চব্বিশ বছরের যা উন্নয়ন হয়েছে তা দেখে বলতে পারি আগামি পাঁচ বছর তৃণমূল দলের পঞ্চায়েত থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এলাকার ওপর এক বাসিন্দা তথা বাম কংগ্রেস জোটের সমর্থক নির্মল রাহা বলেন, এত হিংসা এর আগে কখনও দেখিনি, আমাদের লড়াই হিংসা এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আমরা এই এলাকার বাসিন্দারা ভালবাসা দিয়ে হিংসা মুক্ত নির্বাচন করে জয়ী হতে চাই।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 8:08 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Bangla News: খোলা হল ভালবাসার দোকান! কেনা বেচা নয়! মিলবে না প্রেমও! তবে কী...