Weekend Tour| Bangla News|| জলপাইগুড়িতে 'অচেনা' ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ, গরমের ছুটিতে না গেলে বড় মিস
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Jalpaiguri Tourism: উত্তরবঙ্গ এমনিতেই সৌন্দর্যের জন্য সকলের পছন্দের।জলপাইগুড়ি শহরের খুব কাছেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ঝর্ণা ধারা। এই ঝর্ণার খোঁজ জানতেন শুধুমাত্র স্থানীয় গ্রামবাসীরাই...
জলপাইগুড়ি: উত্তরবঙ্গ এমনিতেই সৌন্দর্যের জন্য সকলের পছন্দের।জলপাইগুড়ি শহরের খুব কাছেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ঝর্ণা ধারা। অথচ সেই ঝর্ণা ধারা ছিল অনেকটাই লোকচক্ষুর আড়ালে। এই ঝর্ণার খোঁজ জানতেন শুধুমাত্র স্থানীয় গ্রামবাসীরাই। লাফিয়ে ঝাঁপিয়ে সেই ঝর্ণার জলে স্নান করে গ্রামের ছেলেমেয়েরা। ছবি আঁঁকার জন্য প্রাকৃতিক পরিবেশের খোঁজ করতে গিয়ে সেই ঝর্ণাধারা আবিষ্কার করলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা চিত্র শিল্পী রাজু দে।
প্রকৃতিপ্রেমী চিত্রশিল্পী রাজু দে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকার বাসিন্দা। ছবি আঁকার জন্য নিত্যদিনই যেন প্রকৃতিকে খুঁজে বেড়ান তিনি। এজন্য ব্যাগে রং, তুলি ও ক্যানভাস-সহ মোটরবাইক নিয়ে মাঝে মধ্যেই তিনি বেরিয়ে পড়েন অজানা অচেনা জায়গার উদ্দেশে। পছন্দমতো জায়গা খুঁজে বসে পড়েন ছবি আঁকতে।
advertisement
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য বিরাট সুখবর! স্টেশনে দাঁড়াবে নয়া 'এই' ট্রেন
এ ভাবেই প্রকৃতিকে খুঁজতে বেরিয়ে অসাধারণ এক ঝর্ণা ধারার খোঁজ পেলেন চিত্রশিল্পী রাজু। জলপাইগুড়ি শহরের খুব কাছেই রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রের পাশেই রয়েছে এই ঝর্ণা ধারা। হঠাৎ করে এই জায়গাটিকে দেখে মনে হবে যেন কোনও পাহাড়ি এলাকার ঝর্ণা। চারদিকে ঘিরে রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এত সুন্দর ও মনোরম একটি জায়গার খোঁজ পেয়ে অভিভূত হয়ে পড়েন চিত্রশিল্পী রাজু। বসে পড়েন ছবি আঁকতে।
advertisement
ইতিমধ্যেই রাজুর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই মনোরম পরিবেশ দেখার জন্য শহর থেকে অনেকেই ছুটে আসছেন এখানে। চিত্রশিল্পী রাজু বলেন, ছোটবেলা থেকেই ছবি আঁকা তাঁর নেশা। বিশেষ করে প্রকৃতির ছবি আঁকতে ভালোবাসেন তিনি। এজন্য নিত্যদিনই কাছে দূরে প্রকৃতির খোঁজে ছুটে বেড়ান। পছন্দমতো কোনও জায়গা দেখলেই নিজের ক্যানভাসে তা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলেন।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 9:30 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Weekend Tour| Bangla News|| জলপাইগুড়িতে 'অচেনা' ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ, গরমের ছুটিতে না গেলে বড় মিস








