Arms recovered: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! ময়নাগুড়িতে গ্রেফতার এক যুবক

Last Updated:

ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এদিন রাতে ময়নাগুড়ি পানবাড়ি বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ

+
ধৃতকে

ধৃতকে নিয়ে যাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ

#জলপাইগুড়ি:  ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এদিন রাতে ময়নাগুড়ি পানবাড়ি বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া যুবকের নাম শ্যামল রায়। তার বাড়ি ব্লকের আমগুড়ি এলাকায়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ। পানবাড়ি বাজার এলাকা থেকে এক সন্দেহভাজন যুবককে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতকে আটক করে তল্লাশি চালাতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি সহ একটি দেশি পিস্তল। এদিন ধৃত যুবককে পাঠানো হয়েছে জলপাইগুড়ি আদালতে। এদিন পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে জল্পেশ এলাকা থেকে শিবু রায় নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল ময়নাগুড়ি থানার পুলিশ। সোমবার রাতে ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি এলাকা থেকে আরও এক যুবককে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। দিনের পর দিন দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
advertisement
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই যুবক আগ্নেয়াস্ত্র কোথায় পেল এবং সেটা দিয়ে কি করার উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে।
advertisement
এদিকে বারবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। বারংবার এই ঘটনায় প্রশাসন কড়া হলেও বিচ্ছিন্নভাবে হয়েই চলছে এমন ঘটনা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, কড়া নিরাপত্তা ও নজরদারি রয়েছে। পুলিশও সক্রিয় রয়েছে।
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Arms recovered: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! ময়নাগুড়িতে গ্রেফতার এক যুবক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement