Jalpaiguri News: গুড় খেতে গিয়ে বিপদে শিয়াল! কৌটোয় আটকে গেল মাথা
- Published by:Sanchari Kar
Last Updated:
এলাকার কয়েকজনকে নিয়ে সেই কৌটো থেকে শিয়ালটির মাথা বার করার চেষ্টা করেন তিনি। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।
#জলপাইগুড়ি: গল্পের শিয়াল আঙুর খাওয়ার অনেক চেষ্টা করেছিল। তবে বার বার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফলকেই টক বলে চলে গিয়েছিল। কিন্তু গল্পের সঙ্গে বাস্তব মিলল না। গুড় খেতে এসে বিপদে পড়ে গেল শিয়াল। গুড়ের কৌটোয় আটকে গেল তার মাথা।
মোহিত নগর জোড়া দিঘি এলাকার বাসিন্দা দিবাকর দাস সোমবার সন্ধ্যায় ঘটনাটি লক্ষ্য করেন। কয়েক জনকে নিয়ে সেই কৌটো থেকে শিয়ালটির মাথা বার করার চেষ্টা করেন তিনি। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। রাত এগারোটা নাগাদ খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পরিবেশ প্রেমীদের।
advertisement
advertisement
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্রিন জলপাইগুড়ি টিমের দীর্ঘ চেষ্টার পর প্লাস্টিকের কৌটো কেটে শিয়ালটির মাথা বার করা হয়। শিয়ালটি সুস্থ থাকায় ছেড়ে দেওয়া হয় তাকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অঙ্কুর দাস জানান, বন বিভাগের গরুমারা ওয়াইল্ড লাইফের কর্মী সৌভিক মন্ডলের সহযোগিতায় শিয়ালটিকে বিপদ মুক্ত করা গিয়েছে।
advertisement
বনকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অঙ্কুর বলেন, "আমাদের এক ডাকে এত রাতে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। শিয়ালটিকে প্রাণে বাঁচাতে পেরে আমরা খুশি।"
সুরজিৎ দে
Location :
First Published :
November 22, 2022 7:10 PM IST