হাজার হাজার কোটি টাকা উড়িয়ে নতুন নজির আইপিএলের, কার পকেটে কত ঢুকলো!

Last Updated:

টাকার খেলা আইপিএল, কয়েক হাজার কোটি টাকা ঘুরে গেল এই কয়েক বছরেই৷

#কলকাতা: বৃহস্পতিবার আইপিএলের   মিনি অকশন  আয়োজন হওয়ার পরেই ৬০০০ কোটি টাকার মার্ক পার হয়ে গেল৷ প্লেয়ারদের বেতন ও নিলাম সব মিলিয়ে এই বিপুল অঙ্কের টাকা খরচ হয়ে গেছে৷
প্রতিটা ফ্রাঞ্চাইজি নিজেদের  বিপুল অর্থ ভাণ্ডার খরচ করে দল সাজিয়ে নিয়েছে৷ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স. সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটাল্স, রাজস্থান রয়্যালস ৷ এবারের মিনি নিলামে সই করানো হল মোট ৫৭ জন প্লেয়ারকে৷
ভারতীয় ক্রিকেটাররা ১৪ টি আইপিএল মরশুম মিলিয়ে মোট ৩৪৩৩ কোটি টাকা আয় করেছেন৷
advertisement
advertisement
৯৪ জন অজি ক্রিকেটার এখনও অবধি আইপিএলে খেলেছেন ৷ ১৪ বছরে তাঁরা ব্যাগে ভরেছেন ৯০৫.৯ কোটি টাকা৷
দক্ষিণ আফ্রিকা -র ক্রিকেটাররা সবচেয়ে বেশি টাকা রোজগারের তালিকায় রয়েছেন তিন নম্বর স্থানে৷ এই মিলিয়ন ডলার টুর্নামেন্ট থেকে তাঁরা রোজগার করেছেন ৫৩৯ কোটি টাকা৷
৩৩ জন ওয়েস্টইন্ডিজ প্লেয়ার খেলেছেন আইপিএলে৷ তাঁদের ১৪ মরশুম মিলিয়ে মোট রোজগার ৪৫৮ কোটি টাকা৷
advertisement
ইংল্যান্ডেরও ৩৩ জন ক্রিকেটার খেলেছেন আইপিএলে৷ তাঁদের মোট রোজগার ২৫৮.৯৬ কোটি টাকা৷
কিউয়িদের দেশের অংশ নেওয়া প্লেয়ারের সংখ্যা ৩১ ,তাঁরা রোজগার করেছেন ২১১.৬ কোটি টাকা৷
এবারের আইপিএলে কোনও শ্রীলঙ্কার ক্রিকেটার খেলছেন না৷ কিন্তু এর আগে মোট ২৭ প্লেয়ার খেলেছেন৷ তাঁদের মোট রোজগার ১৯৫.৯৩ কোটি টাকা৷
আফগানিস্তান থেকে মোট চার জন ক্রিকেটার অংশ নিয়েছে৷ তাঁদের মোট রোজগার ৫৮.৪ কোটি টাকা৷
advertisement
বাংলাদেশ থেকে মাত্র ৬ জন ক্রিকেটার আইপিএলে অংশ নিয়েছেন৷ ১৪ মরশুমে বাঙালি ক্রিকেটারদের রোজগার ৩৪.৭৮ কোটি টাকা৷
যখন অবধি পাকিস্তান আইপিএলে অংশ নিতে পারত তখনও অবধি ১১ জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন৷ তাঁদের এই টুর্নামেন্ট থেকে রোজগার ১২.৮৪ কোটি টাকা৷
নেদারল্যান্ডসের ২ জন ক্রিকেটারের আইপিএল খেলার সৌভাগ্য হয়েছে৷ আইপিএল থেকে তাঁরা মোট ৫.২৭ কোটি টাকা পেয়েছেন৷
advertisement
জিম্বাবোয়েরও মাত্র ৩ জন ক্রিকেটার খেলেছেন, তাঁদ আয় ১ কোটি টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
হাজার হাজার কোটি টাকা উড়িয়ে নতুন নজির আইপিএলের, কার পকেটে কত ঢুকলো!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement