হাজার হাজার কোটি টাকা উড়িয়ে নতুন নজির আইপিএলের, কার পকেটে কত ঢুকলো!

Last Updated:

টাকার খেলা আইপিএল, কয়েক হাজার কোটি টাকা ঘুরে গেল এই কয়েক বছরেই৷

#কলকাতা: বৃহস্পতিবার আইপিএলের   মিনি অকশন  আয়োজন হওয়ার পরেই ৬০০০ কোটি টাকার মার্ক পার হয়ে গেল৷ প্লেয়ারদের বেতন ও নিলাম সব মিলিয়ে এই বিপুল অঙ্কের টাকা খরচ হয়ে গেছে৷
প্রতিটা ফ্রাঞ্চাইজি নিজেদের  বিপুল অর্থ ভাণ্ডার খরচ করে দল সাজিয়ে নিয়েছে৷ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স. সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটাল্স, রাজস্থান রয়্যালস ৷ এবারের মিনি নিলামে সই করানো হল মোট ৫৭ জন প্লেয়ারকে৷
ভারতীয় ক্রিকেটাররা ১৪ টি আইপিএল মরশুম মিলিয়ে মোট ৩৪৩৩ কোটি টাকা আয় করেছেন৷
advertisement
advertisement
৯৪ জন অজি ক্রিকেটার এখনও অবধি আইপিএলে খেলেছেন ৷ ১৪ বছরে তাঁরা ব্যাগে ভরেছেন ৯০৫.৯ কোটি টাকা৷
দক্ষিণ আফ্রিকা -র ক্রিকেটাররা সবচেয়ে বেশি টাকা রোজগারের তালিকায় রয়েছেন তিন নম্বর স্থানে৷ এই মিলিয়ন ডলার টুর্নামেন্ট থেকে তাঁরা রোজগার করেছেন ৫৩৯ কোটি টাকা৷
৩৩ জন ওয়েস্টইন্ডিজ প্লেয়ার খেলেছেন আইপিএলে৷ তাঁদের ১৪ মরশুম মিলিয়ে মোট রোজগার ৪৫৮ কোটি টাকা৷
advertisement
ইংল্যান্ডেরও ৩৩ জন ক্রিকেটার খেলেছেন আইপিএলে৷ তাঁদের মোট রোজগার ২৫৮.৯৬ কোটি টাকা৷
কিউয়িদের দেশের অংশ নেওয়া প্লেয়ারের সংখ্যা ৩১ ,তাঁরা রোজগার করেছেন ২১১.৬ কোটি টাকা৷
এবারের আইপিএলে কোনও শ্রীলঙ্কার ক্রিকেটার খেলছেন না৷ কিন্তু এর আগে মোট ২৭ প্লেয়ার খেলেছেন৷ তাঁদের মোট রোজগার ১৯৫.৯৩ কোটি টাকা৷
আফগানিস্তান থেকে মোট চার জন ক্রিকেটার অংশ নিয়েছে৷ তাঁদের মোট রোজগার ৫৮.৪ কোটি টাকা৷
advertisement
বাংলাদেশ থেকে মাত্র ৬ জন ক্রিকেটার আইপিএলে অংশ নিয়েছেন৷ ১৪ মরশুমে বাঙালি ক্রিকেটারদের রোজগার ৩৪.৭৮ কোটি টাকা৷
যখন অবধি পাকিস্তান আইপিএলে অংশ নিতে পারত তখনও অবধি ১১ জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন৷ তাঁদের এই টুর্নামেন্ট থেকে রোজগার ১২.৮৪ কোটি টাকা৷
নেদারল্যান্ডসের ২ জন ক্রিকেটারের আইপিএল খেলার সৌভাগ্য হয়েছে৷ আইপিএল থেকে তাঁরা মোট ৫.২৭ কোটি টাকা পেয়েছেন৷
advertisement
জিম্বাবোয়েরও মাত্র ৩ জন ক্রিকেটার খেলেছেন, তাঁদ আয় ১ কোটি টাকা৷
বাংলা খবর/ খবর/IPL/
হাজার হাজার কোটি টাকা উড়িয়ে নতুন নজির আইপিএলের, কার পকেটে কত ঢুকলো!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement