IPL Auction 2021: শাহরুখ খানকে কিনে নিয়ে প্রীতি জিন্টা যা করলেন! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

অনেক গ্যাঁটের কড়ি খরচ করে কিনে ফেললেন শাহরুখ খানকে৷

#চেন্নাই: ক্রিকেটের দুনিয়ায় খুব বেশি নাম নেই ,তবুও সেই শাহরুখ খানকে ঘিরেই জমে উঠল আইপিএলের নিলামের দরাদরি৷ দিল্লি ক্যাপিটাল্স দর হাঁকতে শুরু করেছিল , তাদের সঙ্গে আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ঝড়ের গতিতে ২ কোটি টাকা মার্ক পার হয়ে যায় তাঁর দাম৷
দিল্লি পিছু হঠতেই আসরে নামে পঞ্জাব কিংস৷ একবারের আইপিএল খেতাব জয়ীরা একে দলে নিতে একেবারে কোমরে দড়ি বেঁধে আসরে নেমে পড়ে৷ আরসিবি শেষ বিড করে ৫ কোটি টাকা৷ আর সবচেয়ে বেশি দাম তুলে শাহরুখকে দলে পেয়ে যায় পঞ্জাব৷ তারা দর তোলে ৫,২৫ কোটি৷
advertisement
advertisement
পিকে-র অন্যতম কর্ণধার শাহরুখ খানকে কিনে নেওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের নিলামে টেবলের দিকে ঘুরে যান এবং এক দারুণ মুখভঙ্গি করেন৷ কারণ কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান ৷ দেখে নিন ঠিক কী করেছিলেন প্রীতি জিন্টা৷ দেখে নিন সেই সুপারহিট ভিডিও৷
advertisement
তামিলনাড়ুর এই ক্রিকেটার শাহরুখ খান তামিলনাড়ুর জার্সিতে ৩১ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তাঁর রয়েছে ২৩৯ রান ও ২ উইকেট৷ শাহরুখ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২০.০০ স্ট্রাইক রেটে ৮৮ রান করেছিলেন৷
শাহরুখ ছাড়া পঞ্জাব কিংস জেই রিচার্ডসনকে ১৪ কোটি  টাকা দিয়ে কেনে৷ এছাড়াও রিলে মেরেডিথকে কেনে ৮ কোটিতে৷ তাঁরা ডাওয়িড মালানকে কেনে দেড় কোটিতে৷ ় যিনি এই মুহূর্তে টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: শাহরুখ খানকে কিনে নিয়ে প্রীতি জিন্টা যা করলেন! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement