IPL Auction 2021: কমেছে চিন বিরোধী হাওয়া, আইপিএল-এর স্পন্সর হিসেবেও ফিরে এল ভিভো

Last Updated:

গত বছর লাদাখে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের আবহে গোটা দেশেই চিন বিরোধী জনমত তৈরি হয়েছিল৷

#চেন্নাই: চিন বিরোধী হাওয়া কমেছে৷ লাদাখ সীমান্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তেজনাও৷ ফলে ফের একবার আইপিএল-এর টাইটেল স্পন্সর হিসেবে ফিরে এল চিনা মোবাইল সংস্থা ভিভো৷ এ দিন আইপিএল-এর নিলামের শুরুতেই এ কথা ঘোষণা করেন টুর্নামেন্টের গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল৷
গত বছর লাদাখে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের আবহে গোটা দেশেই চিন বিরোধী জনমত তৈরি হয়েছিল৷ সেই সময় আইপিএল-এর স্পন্সর হিসেবে চিনা মোবাইল সংস্থাকে মেনে নিতে পারেননি দেশের সাধারণ মানুষ৷ সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ উগরে দেন দেশের ক্রিকেটপ্রেমীরা৷ চাপে পড়ে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে সরে দাঁড়ায় ভিভো৷ সেই জায়গায় ২০২০ সালে আইপিএল-এর স্পন্সর হিসেবে এসেছিল ড্রিম ইলেভেন৷
advertisement
কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে৷ দেশের মাঠেই খেলা হবে আইপিএল৷ সবকিছু ঠিকঠাক চললে দর্শকরাও থাকবেন গ্যালারিতে৷ এই মুহূর্তে চিন বিরোধী হাওয়াও মিলিয়ে গিয়েছে৷ ফলে সুযোগ বুঝে ভিভো-কে ফের আইপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে ফিরিয়ে আনা হল৷
advertisement
আইপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে বিসিসিআই-এর সঙ্গে পাঁচ বছরে ২১৯৯ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভো-র৷ অর্থাৎ প্রতি বছর ভারতীয় বোর্ডকে প্রায় ৪৪০ কোটি দেওয়ার কথা সংস্থার৷ সেখানে গত বছর ড্রিম ইলেভেনের থেকে স্পন্সরশিপ ফি হিসেবে ২২২ কোটি টাকা পেয়েছিল বিসিসিআই৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: কমেছে চিন বিরোধী হাওয়া, আইপিএল-এর স্পন্সর হিসেবেও ফিরে এল ভিভো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement