IPL Auction 2021: কমেছে চিন বিরোধী হাওয়া, আইপিএল-এর স্পন্সর হিসেবেও ফিরে এল ভিভো

Last Updated:

গত বছর লাদাখে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের আবহে গোটা দেশেই চিন বিরোধী জনমত তৈরি হয়েছিল৷

#চেন্নাই: চিন বিরোধী হাওয়া কমেছে৷ লাদাখ সীমান্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তেজনাও৷ ফলে ফের একবার আইপিএল-এর টাইটেল স্পন্সর হিসেবে ফিরে এল চিনা মোবাইল সংস্থা ভিভো৷ এ দিন আইপিএল-এর নিলামের শুরুতেই এ কথা ঘোষণা করেন টুর্নামেন্টের গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল৷
গত বছর লাদাখে ভারত এবং চিনের মধ্যে সংঘাতের আবহে গোটা দেশেই চিন বিরোধী জনমত তৈরি হয়েছিল৷ সেই সময় আইপিএল-এর স্পন্সর হিসেবে চিনা মোবাইল সংস্থাকে মেনে নিতে পারেননি দেশের সাধারণ মানুষ৷ সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ উগরে দেন দেশের ক্রিকেটপ্রেমীরা৷ চাপে পড়ে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে সরে দাঁড়ায় ভিভো৷ সেই জায়গায় ২০২০ সালে আইপিএল-এর স্পন্সর হিসেবে এসেছিল ড্রিম ইলেভেন৷
advertisement
কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে৷ দেশের মাঠেই খেলা হবে আইপিএল৷ সবকিছু ঠিকঠাক চললে দর্শকরাও থাকবেন গ্যালারিতে৷ এই মুহূর্তে চিন বিরোধী হাওয়াও মিলিয়ে গিয়েছে৷ ফলে সুযোগ বুঝে ভিভো-কে ফের আইপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে ফিরিয়ে আনা হল৷
advertisement
আইপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে বিসিসিআই-এর সঙ্গে পাঁচ বছরে ২১৯৯ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভো-র৷ অর্থাৎ প্রতি বছর ভারতীয় বোর্ডকে প্রায় ৪৪০ কোটি দেওয়ার কথা সংস্থার৷ সেখানে গত বছর ড্রিম ইলেভেনের থেকে স্পন্সরশিপ ফি হিসেবে ২২২ কোটি টাকা পেয়েছিল বিসিসিআই৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: কমেছে চিন বিরোধী হাওয়া, আইপিএল-এর স্পন্সর হিসেবেও ফিরে এল ভিভো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement