দু’দিন বাদেই শুরু IPL, তার আগে এল এই মেগা খবর

Last Updated:

এখনও আইপিএলের বল গড়াল না, তার আগেই এল ধামাকা খবর৷

#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  (IPL) ২০২২ সাল থেকেই বড় রদবদল হতে চলেছে৷ মানুষের দীর্ঘদিনের অপেক্ষা এবার অবসান৷ আইপিএলে ১৫ তম মরশুম থেকে ১০ টি দলের আইপিএল আয়োজন করা হবে৷ এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( (BCCI )৷ সিদ্ধান্ত হয়েছে ১৪তম মরশুমের আইপিএলের একদম অন্তিম পর্বে বসবে মেগা নিলামের আসর৷ শনিবার আইপিএল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ জয় শাহ৷ এছাড়াও ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের পদাধিকারীরা৷
বিসিসিআই -র এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘‘আগামী বছর থেকে আইপিএল দশটি দলের হবে৷ এই বছরের মে মাসের মধ্য নতুন ফ্রাঞ্চাইজিদের বিডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ আর এরসঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসের ফাইনাল টাচের বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে৷ ’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘একবার কোন কোন দল খেলবে জানা হয়ে গেলে নিজেদের পরিচলন পদ্ধতি শুরু করে দেওয়া যাবে৷ যাতে অনেক সময় লাগে৷ ’’
advertisement
আইপিএলের ২ টি নতুন দল মালিক কারা হবেন এই নিয়েও প্রচুর জল্পনা শুরু হয়েছে৷ সূত্রের খবর অনুযায়ি আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কা এই দৌড়ে এগিয়ে রয়েছেন৷ আইপিএল একটি দল আহমেদাবাদ থেকে হতে পারে, সেটা কিনতেই আগ্রহী আদানি গ্রুপ৷ দীর্ঘদিন ধরেই এই দল কেনার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেই চলেছে৷ এই মুহূ্র্তে আহমেদাবাদ পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তাই সেখানে নতুন ভাবে খেলা হবে৷
advertisement
advertisement
২০২২ সালে ১০ দল আইপিএলে খেলবে৷ ফলে ফর্ম্যাটেও বড় বদল আসবে৷ এই মুহূ্র্তে আইপিএলে রাউন্ড রবিন পর্বের ঢঙে খেলা হয়, যেখানে গ্রুপ পর্বে এক একটি দল পরস্পরের সঙ্গে ২ বার করে খেলে৷ আর সর্বোচ্চ পয়েন্ট থাকা চারটি দল প্লে অফের যোগ্যতা অর্জন করে৷ কিন্তু ১০ দলের সঙ্গে এই ফর্ম্যাট খানিকটা আলাদ হতে চলেছে৷ যাতে দুটি গ্পুরে দলগুলিকে ভাগ করা হতে পারে৷ তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও বক্তব্য রাখা হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
দু’দিন বাদেই শুরু IPL, তার আগে এল এই মেগা খবর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement