IPL 2021: শার্দুল, নটরাজনদের তৈরি করেছে আইপিএল বলছেন সানি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
আইপিএল তরুণ ক্রিকেটারদের টেকনিকের থেকেও বেশি মানসিকভাবে শক্ত করেছে মনে করেন তিনি
তিনি জানিয়েছেন একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তাঁর দল। বিরাট কোহলির হাতে এই মুহূর্তে একটা দুর্দান্ত দল আছে। দুজন বিশ্বমানের ওপেনার, শক্তিশালী মিডল অর্ডার, ভারসাম্যযুক্ত বোলিং এবং এমন একজন উইকেট-রক্ষক যিনি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। সানি মনে করেন এতটা বৈচিত্র ভারত ছাড়া এই মুহূর্তে অন্য কোনও দলের নেই।
পাশাপাশি আইপিএল তরুণ ক্রিকেটারদের টেকনিকের থেকেও বেশি মানসিকভাবে শক্ত করেছে মনে করেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাপ নিতে নিতে এখনকার ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতে স্নায়ু ধরে রাখতে জানে। তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়া, প্র্যাকটিস করা, টিপস পাওয়া, সবই তরুণ ক্রিকেটারদের সাহায্য করছে মনে করেন তিনি। প্রতিভা থাকা এক জিনিস। কিন্তু চাপের মুখে পারফর্ম করা অন্য জিনিস। শার্দুল থেকে নটরাজন এই চাপ সামলাতে শিখেছেন আইপিএলের জন্যই।
advertisement
advertisement
বোলার হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে বল করেছেন তাতে খুশি গাভাসকার। ব্যাটসম্যান হার্দিকের পাশাপাশি বোলার হার্দিককেও প্রয়োজন ভারতের। তরুণ নটরাজন শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে যেভাবে দুর্দান্ত স্যাম কারানকে আটকে দিলেন তা আইপিএলের ফল স্পষ্ট জানাচ্ছেন তিনি। সব মিলিয়ে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত অন্যতম ফেভারিট পরিষ্কার করে দিয়েছেন 'লিটিল মাস্টার'। শার্দুল ঠাকুর পান্ডিয়ার পর দ্বিতীয় অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা রাখেন মনে করেন তিনি।
view commentsLocation :
First Published :
March 29, 2021 5:03 PM IST

