Exclusive Sourav Ganguly: 'ক্রিকেটারদের স্বার্থ আইপিএলের আগে', বললেন সৌরভ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
'প্রথমে ভেবেছিলাম, এর পর ডাবল হেডার করে টুর্নামেন্ট শেষ করা পরিকল্পনা করব।'
#কলকাতা: আর কোনও উপায় ছিল না। শুধুমাত্র ক্রিকেটারদের স্বার্থের কথা ভেবে তাই শেষমেশ এবারের মতো আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে অনেকেই বলছেন, বড্ড দেরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ যখন জেরবার, তখন আরও আগেই কোটিপতি লিগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। এতদিন পর বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে এক মিনিটও দেরি করেনি বিসিসিআই।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বললেন, ''ক্রিকেটারদের স্বার্থ দেখা ছাড়া এই মুহূর্তে আর কোনও কিছু আমাদের মাথায় ছিল ন। আমরা ক্রিকেটারদের বাড়ি ফেরাব। ক্রিকেটারদের যাবতীয় দায়িত্ব আমাদের, সেটা আমরা আগেই জানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম, এর পর ডাবল হেডার করে টুর্নামেন্ট শেষ করা পরিকল্পনা করব। কিন্তু কোভিড পরিস্থিতি এতটা খারাপ হল যে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়া আর কোনও উপায় ছিল না। আমরা কিন্তু ক্রিকেটরদের স্বাস্থ্য নিয়ে কখনও কোনরকম ঝুঁকি নেব না বলেই জানিয়েছিলাম।''
advertisement
বিসিসিআই ও আইপিএল কাউন্সিল-এর তরফে এর আগে দাবি করা হয়েছিল, ক্রিকেটারদের বিশ্বের অন্যতম সেরা জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। ফলে আইপিএল খেলা ক্রিকেটারদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম।তার পরও একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত! তা হলে কি বায়ো বাবল-এ কোনও সমস্যা ছিল! সৌরভ এদিন বললেন, ''হতে পারে। বায়ো বাবলে সমস্যা থাকতেই পারে। তবে সেটা নিয়ে এখন কথা বলার সময় নয়। এখন ক্রিকেটারদের স্বাস্থ্য ও সুরক্ষা শেষ কথা। বায়ো বাবলে কোনও ফাঁক-ফোকড় ছিল কি না সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব।'' পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে। বিদেশি ক্রিকেটারদেরও কি বাড়ি ফেরার ব্যবস্থা করবে বিসিসিআই! সৌরভ জানিয়ে গেলেন, ''এই ব্যাপারে কোনও ক্রিকেটরের চিন্তা করার কারণ নেই। আমরা সবাইকে নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করব।''
advertisement
Location :
First Published :
May 04, 2021 6:29 PM IST