IPL 2021 KKR practice: গিল, কার্তিকদের অনুশীলন শুরু মুম্বইয়ে

Last Updated:

ইডেন গার্ডেন্সে খেলতে দেখা যাবে না শাহরুখ খানের দলকে। তাই প্রাক মরশুম প্রস্তুতি কলকাতায় না করে মুম্বইয়ের কেকেআর অ্যাকাডেমিতেই শুরু করে দিয়েছে দু'বারের চ্যাম্পিয়নরা

কয়েকদিনের ভেতরেই বাকি ভারতীয় ক্রিকেটাররা যোগ দেবেন। মার্চের শেষ সপ্তাহে চেন্নাই উড়ে যাবে দল। প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বেন কাটিংদের মত বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন চেন্নাইতে। আগামী ১১ এপ্রিল চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ নাইটদের। তার আগে অবশ্য চেন্নাইয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে গোটা দলকে। চেন্নাইয়ে চুটিয়ে প্রস্তুতি শিবির করবে নাইট রাইডার্স।
advertisement
গতবার আন্দ্রে রাসেল ছিলেন চূড়ান্ত ফ্লপ। কিন্তু এবার তাঁকে জবাব দিতে হবে। ক্যারিবিয়ান অলরাউন্ডার আত্মবিশ্বাসী নতুন বছরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ব্যাপারে। জ্যামাইকায় নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছেন তিনি। অনেক কিছু প্রমাণ করার রয়েছে দীনেশ কার্তিকের। গতবার দলের তরফ থেকে জানানো হয়েছিল কার্তিক স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মর্গানকে। কিন্তু তাঁকে যে চাপ দিয়ে ছাড়ানো হয়েছিল সেটা সকলেরই জানা। তাই নিজের ঘরের মাঠে কার্তিক জ্বলে ওঠার চেষ্টা করবেন।
advertisement
advertisement
ভারতীয় দল থেকে ফিটনেস পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার ফলে বাদ পড়তে হয়েছে বরুণ চক্রবর্তীকে। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ফিটনেসের ঘাটতি রয়েছে। কিন্তু বল হাতে বরুণ কী করতে পারে তার প্রমাণ মিলেছিল গত বছরেই। ধোনির উইকেট ছিটকে দিয়েছিলেন দুবার। দলের ফিটনেস ট্রেনার অভয় দিচ্ছেন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে রহস্য স্পিনার নিজের ফিটনেস ফিরে পাবে।
advertisement
গতবার ভুগতে হয়েছিল ওপেনিং সমস্যা নিয়ে। এবার তাই গিল এবং রাহুল ত্রিপাঠীকেই প্রথম ওপেনিং জুটি হিসেবে ভাবা হয়েছে। তৈরি রাখা হবে মধ্যপ্রদেশের ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ারকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি দাঁড়িয়ে গেলে নাইটদের ওপেনিং সমস্যা অনেকটাই মিটে যাবে বলে মত বিশেষজ্ঞদের।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 KKR practice: গিল, কার্তিকদের অনুশীলন শুরু মুম্বইয়ে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement