IPL Auction 2021: কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তন সাকিব আল হাসানের

Last Updated:

আমাদের ময়না ঘরে ফিরে আসছে। ট্যুইট করল কলকাতা নাইট রাইডার্স। ঘরের ছেলে ঘরে ফিরে এল। আরও ভাল করে বললে সাকিব আল হাসান ফিরে এলেন কলকাতায়।

#চেন্নাই: "আমাদের ময়না ঘরে ফিরে আসছে"। ট্যুইট করল কলকাতা নাইট রাইডার্স। ঘরের ছেলে ঘরে ফিরে এল। আরও ভাল করে বললে সাকিব আল হাসান ফিরে এলেন কলকাতায়। অতীতে কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে আইপিএলে। যদিও বিসিসিআই জানিয়ে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মে মাসের মাঝে মাঝে ছেড়ে দিতে হবে কারণ ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তবুও কলকাতা একজন অলরাউন্ডারের খোঁজ করছিল আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসেবে।
প্রাক্তন ভারতীয় তারকা আশিস নেহরা জানিয়েছিলেন, সাকিব যে কোন দলে ভারসাম্য বাড়িয়ে দিতে পারেন। তাই কলকাতায় প্রাক্তন নাইট ফিরে আসায় শাহরুখ খানের দলের ভারসাম্য কিছুটা বাড়ল। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারেন তিনি। অভিজ্ঞতা অন্যতম অস্ত্র। তাছাড়া কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন সাকিব।
তাই কেকেআর জার্সি গায়ে এই বাংলাদেশি অলরাউন্ডার নিজের সেরাটা উজাড় করে দেবেন ধরে নেওয়া যায়।সাকিবকে দলে নেওয়ার সবচেয়ে বড় সুবিধে তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন। বিভিন্ন দলের শক্তি দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। সাকিব ছাড়াও আজকের নিলামে আছেন আরো ৪ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন: মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ও মোহাম্মদ সাইফউদ্দিন।
advertisement
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তন সাকিব আল হাসানের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement