IPL 2021: টুর্নামেন্ট বন্ধ নিয়ে বড় বয়ান রোহিতের

Last Updated:

রোহিত মনে করেন আগে মানুষের জীবন, পরে খেলা। জীবন থাকলে খেলা হবে। আইপিএলের মতো কঠিন টুর্ণামেন্টে ক্রিকেটারদের খেলা নিয়েই অনেক চাপে থাকতে হয়। তার ওপর যদি ভাইরাস নিয়ে সারাক্ষণ চিন্তা করতে হয়, তাহলে একজন ক্রিকেটারের স্বাভাবিক মনোযোগ নষ্ট হতে বাধ্য

বোর্ডের সিদ্ধান্ত একেবারে সঠিক বললেন রোহিত
বোর্ডের সিদ্ধান্ত একেবারে সঠিক বললেন রোহিত
মুম্বই অধিনায়ক জানিয়েছেন দেশে যা চলছে তাতে বোর্ডের সিদ্ধান্ত একেবারেই সঠিক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখা থেকে বঞ্চিত হলেন ঠিকই, কিন্তু এরকম পরিস্থিতি অতীতে কখনও আসেনি। যেখানে প্রতিদিন দেশে নতুন করে আক্রান্ত এবং মৃতের রেকর্ড তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ড চেষ্টা চালিয়েছিল টুর্নামেন্ট শেষ করার। রোহিত মনে করেন আগে মানুষের জীবন, পরে খেলা। জীবন থাকলে খেলা হবে। আইপিএলের মতো কঠিন টুর্ণামেন্টে ক্রিকেটারদের খেলা নিয়েই অনেক চাপে থাকতে হয়। তার ওপর যদি ভাইরাস নিয়ে সারাক্ষণ চিন্তা করতে হয়, তাহলে একজন ক্রিকেটারের স্বাভাবিক মনোযোগ নষ্ট হতে বাধ্য।
advertisement
সেক্ষেত্রে খেলায় মনোনিবেশ সম্ভব নয়। বিদেশি ক্রিকেটাররা চিন্তিত হয়ে পড়েছিল। তাই টুর্নামেন্ট আপাতত বন্ধ করে ভুল করেনি বিসিসিআই। তিনি অনুরোধ করেছেন সকলকে সাবধানে থাকার এবং নিয়মকানুন মেনে চলার। মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফে জানানো হয়েছে কোচ মাহেলা জয়াবর্ধনে সহ দলের অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দুই সপ্তাহ মালদ্বীপে কোয়ারেন্টাইন কাটাবেন। তারপর নিজেদের দেশের রওনা দেবেন। এই পুরো পর্বের দায়িত্ব নেবে ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আলাদা আলাদা বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
advertisement
advertisement
তবে ভারতীয় বোর্ড চেষ্টা চালাচ্ছে একটা আলাদা উইন্ডো বের করার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বা পরে আয়োজন করা যায় কিনা চলছে চিন্তাভাবনা।ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত করেছে  বোর্ড। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, এবারের স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ কী পরে আর মাঠে গড়াবে? কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছরের শেষদিকে আইপিএলের বাকি অংশের আয়োজন করতে পারে বিসিসিআই। বোর্ড, লিগের পরিচালনা পর্ষদ, ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী চ্যানেল  এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নাকি এ বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: টুর্নামেন্ট বন্ধ নিয়ে বড় বয়ান রোহিতের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement