IPL 2021: চেন্নাইয়ের হয়ে অনুশীলন শুরু পূজারা, রবিনদের

Last Updated:

চেতেশ্বর পূজারা, রবিন উথাপ্পা, কৃষ্ণাপ্পা গৌতমদের মত ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই। সেখানে দেখা যাচ্ছে নেট প্র্যাকটিস করছেন রবিন। অতীতে কলকাতা নাইট রাইডার্স এবং গতবার রাজস্থানের হয়ে খেলেছিলেন তিনি। চেন্নাই জার্সিতে নেমে রবিন জানিয়েছেন প্রথম ক্রিকেটার হিসেবে এক মরশুমে তিনি হাজার রান করে দেখাতে চান। চেতেশ্বর ভারতের টেস্ট দলের মেরুদন্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয় হয়তো সম্ভব হত না একের পর এক বলের আঘাত তিনি যদি শরীরে না নিতেন। চেন্নাই মাত্র ৫০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে। ভারতের টেস্ট তারকা টি টোয়েন্টিতে সফল হবে কিনা উত্তর দেবে সময়।
advertisement
পাশাপাশি ৯ কোটি টাকায় স্পিনার গৌতমকে কিনেছে চেন্নাই। সদ্য সমাপ্ত ভারত - ইংল্যান্ড সিরিজ থেকে দুই ইংলিশ ক্রিকেটার মইন আলি এবং স্যাম কারান যোগ দিয়েছেন শিবিরে। তরুণ ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় গতবার নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন। এবার তাঁর দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। আর নেটে বিশাল ছক্কা হাঁকাতে কসুর করছেন না ধোনি। এটাই তাঁর শেষ আইপিএল বলার অপেক্ষা রাখে না। বিদায়টা মনে রাখার মত করতে চান 'ক্যাপ্টেন কুল' ।
advertisement
advertisement
গতবারের ব্যর্থতা ভুলে সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে চান মাহি। সব মিলিয়ে চেন্নাই দল এবার যথেষ্ট শক্তিশালী। কিন্তু ধোনির বিদায় স্মরণীয় করে রাখতে হলুদ জার্সি কী ঝড় তুলতে পারবে? এটাই আপাতত চেন্নাই এবং ধোনি সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। স্যাম কারান এবং মইন যদি নিজেদের সেরা ছন্দ মেলে ধরতে পারেন, চেন্নাইয়ের চাপ অর্ধেক কমে যাবে সেটা নিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: চেন্নাইয়ের হয়ে অনুশীলন শুরু পূজারা, রবিনদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement