Sehwag on Ashwin : অশ্বিনের পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক চটেছেন সেহওয়াগ

Last Updated:

Ravichandran Ashwin should use more off spin deliveries. অভিজ্ঞ এবং সিনিয়র বোলার হিসেবে শুধু রান আটকানো নয়, উইকেট তুলে ব্রেক থ্রু দেওয়াও অশ্বিনের দায়িত্ব মনে করেন সেহওয়াগ। তাই আইপিএল এর বাকি ম্যাচগুলোয় অশ্বিন কী করবেন, সেদিকে নজর থাকবে বীরুর

মন থেকে ভয় দূর করতে হবে 
অশ্বিনকে, বার্তা বীরুর
মন থেকে ভয় দূর করতে হবে অশ্বিনকে, বার্তা বীরুর
ক্যারাম বল, স্টক বল, দুসরা ব্যবহার করেছেন। স্বাভাবিক বোলিং একশন পরিবর্তন করেছেন। বীরু মনে করেন এটা করে নিজেই নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছেন অশ্বিন। হয়তো অফ স্পিন করলে বিপক্ষ ব্যাটসম্যান বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারতে পারে, এমন ভয় থেকেই এই কাজ করেছেন অশ্বিন। সেহওয়াগ মনে করেন মহেন্দ্র সিং ধোনি থাকলে কখনই অশ্বিনকে এটা করতে দিতেন না। মার খেলেও ধোনি তাঁকে নিজের স্বাভাবিক বল করতে বলতেন।
advertisement
advertisement
বীরু মনে করেন অনেকদিন টি টোয়েন্টি ফরম্যাট না খেলার কারণেই হয়তো অশ্বিনের প্রয়োজনীয় আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। তিনি পরিষ্কার জানিয়েছেন অশ্বিন এখনও বিশ্বের অন্যতম সেরা স্পিনার। টি টোয়েন্টি বিশ্বকাপে তার যোগ্যতা দেখেই রাখা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে চারটি টেস্টে বাইরে বসতে হলেও অশ্বিন নিজের ছন্দে থাকলে, যে কোনও ব্যাটিং লাইন আপকে ঝামেলায় ফেলতে পারেন।
advertisement
কিন্তু যতক্ষণ পর্যন্ত না অফস্পিন করবেন, তখন পর্যন্ত উইকেট পাওয়ার সম্ভাবনা কমে যাবে। অভিজ্ঞ এবং সিনিয়র বোলার হিসেবে শুধু রান আটকানো নয়, উইকেট তুলে ব্রেক থ্রু দেওয়াও অশ্বিনের দায়িত্ব মনে করেন সেহওয়াগ। তাই আইপিএল এর বাকি ম্যাচগুলোয় অশ্বিন কী করবেন, সেদিকে নজর থাকবে বীরুর।
ভারতের প্রাক্তন পেসার আশীষ নেহেরা মনে করেন টি টোয়েন্টি ফরম্যাটে বোলারদের অনেক বাধ্যবাধকতা থাকে। এই ধরণের ক্রিকেট বেশিরভাগ অ্যাডভান্টেজ ব্যটারদের। সেরা বোলারও প্রচুর মার খেতে পারেন। কিন্তু তিনি নিশ্চিত দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে অশ্বিন ঠিক ছন্দে ফিরবেন। আর আইপিএল খেলতে খেলতেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের সেরা ছন্দ ফিরে আসবেন তামিলনাড়ুর স্পিনার। টি টোয়েন্টি বিশ্বকাপে অশ্বিনকে রাখাটা সঠিক সিদ্ধান্ত বলছেন নেহেরা।
বাংলা খবর/ খবর/IPL/
Sehwag on Ashwin : অশ্বিনের পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক চটেছেন সেহওয়াগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement