IPL 2021: কোহলিকে বিহু নাচাতে চান রিয়ান পরাগ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
তরুণ ক্রিকেটার রিয়ান পারাগ ভারত অধিনায়কের সঙ্গে বিহু নাচ নাচার ইচ্ছাপ্রকাশ করেছেন
গতবার আইপিএলে রিয়ানের বিহু নাচের দৃশ্য ভাইরাল হয়েছিল।সানরাইজার্সকে হারিয়ে আনন্দে কোমরে দুই হাত দিয়ে অসমের সংস্কৃতির অঙ্গ হিসেবে পরিচিত নাচ নাচতে দেখা গিয়েছিল রিয়ানকে। এমনকি আইপিএলের সরকারি ওয়েবসাইট থেকেও রিয়ান পরাগের সেই বিহু নাচের ভিডিও শেয়ার করা হয়। পরে অন্য একটি ম্যাচে রাজস্থানের ইংলিশ পেসার আর্চারকেও বিহু নাচতে দেখা যায়।
advertisement
একটি সাক্ষাৎকারে রিয়ান জানিয়েছেন বিরাট কোহলি তাঁর আদর্শ। সুযোগ হলে বিরাটের কভার ড্রাইভ এবং বাটলারের স্কুপ শট শিখতে চান তিনি। কিন্তু পাশাপাশি আসল লক্ষ্য রাজস্থানকে ম্যাচ জেতানো। গতবার ওই একটি ইনিংস ছাড়া খুব বেশি সুযোগ পাননি। এবার অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফর্মে ছিলেন।
advertisement
মুস্তাক আলি টুর্ণামেন্টে ইডেনে বাংলার বিরুদ্ধে অসমের জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখেন পরাগ। তাই দলে নিয়মিত জায়গা করে নিতে চান বছর উনিশের এই তরুণ। বিরাট কোহলি শুনছেন কী ? রিয়ান বাংলা জানেন না। জানলে কীভাবে আবদার করতেন? হয়তো বলতেন, " ও বিরাটদা, একটু নাচুন না "।
view commentsLocation :
First Published :
Mar 25, 2021 11:16 PM IST









