IPL 2021: Pbks vs Rcb: পঞ্জাবের অখ্যাত বোলারের হাতেই শেষ আরসিবি

Last Updated:

শুক্রবার হরপ্রিত ব্রারকে নিয়েই কথা হল সব থেকে বেশি।

#আহমেদাবাদ: চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট। তবে এটুকু পরিসংখ্যান দিলেই যথেষ্ট নয়। যে তিনটি উইকেট এদিন তিনি পেয়েছেন তার মধ্যে একটি বিরাট কোহলির। আরেকটি গ্লেন ম্যাক্সওয়েলের। অর্থাত্, আরসিবির অন্যতম সেরা দুটি উইকেট। তাই শুক্রবার হরপ্রিত ব্রারকে নিয়েই কথা হল সব থেকে বেশি। কে এল রাহুল আর ক্রিস গেইল। আরসিবির বিরুদ্ধে এদিন এই দুজন মিলেই পঞ্জাবের ইনিংস দাঁড় করিয়ে দিলেন। রাহুল ৫৭ বল খেলে করলেন ৯১ রান। আর গেইল ২৪ বল খেলে ৪৬। শেষবেলায় হরপ্রিত ব্রার আবার ১৭ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন। পঞ্জাব পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৯। কে এল রাহলের খারাপ ফর্ম নিয়ে গত কয়েকদিন ধরে কথা হচ্ছিল। শেষমেশ জবাব দিয়ে গেলেন তিনি।
আরসিবির যা ব্যাটিং লাইন তাতে এই রান তাড়া করা তাদের পক্ষে কোনও বড় ব্যাপার নয়। তার উপর চলতি আইপিএলে আরসিবির ব্যাটসম্যানদের যা ফর্ম চলছে! গ্লেন ম্যাক্সওয়েল দুরন্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সও দুরন্ত খেলছেন। কিন্তু সব দিন তো আর সমান যায় না। এদিন আরসিবি পারল না। ম্যাক্সওয়েল তো এদিন খাতাই খুলতে পারলেন না। বিরাট কোহলি করলেন ৩৫। আর এবি করলেন মাত্র ৯ রান। শুরু থেকেই এদিন পঞ্জাবের দাপট ছিল ম্যাচে। আরসিবির বিরুদ্ধে কে এল রাহুলের দল ব্যাটিং ও বোলিং, দুটি বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছে। ৩৪ রানে আরসিবির বিরুদ্ধে এদিন জিতল তারা এবার আইপিএলে আরসিবি দুরন্ত ফর্মে ছিল। তবে শেষমেশ আবার আগের মতোই হঠাত্ খেই হারাতে শুরু করেছে কোহলির দল। যদিও লিগ পর্বে এখনও অনেকগুলো ম্যাচ বাকি।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: Pbks vs Rcb: পঞ্জাবের অখ্যাত বোলারের হাতেই শেষ আরসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement