Pat Cummins : গর্ভবতী বান্ধবীর আলিঙ্গনে নাইট তারকা

Last Updated:

সেরা ছবি দেখা গিয়েছে কামিন্সের ক্ষেত্রেই। হোটেল থেকে বেরিয়েই গর্ভবতী বান্ধবী বেকি বস্টনকে জড়িয়ে ধরেন তিনি

#সিডনি: একটা অনিশ্চয়তা' কাজ করছিল বেশ কয়েকদিন ধরে। ভারতীয় বোর্ড যদিও বা নিজেদের দায়িত্ব পালন করেছিল সঠিকভাবে। টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার পর বিদেশি ক্রিকেটারদের যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছিল বিসিসিআই। বিশেষ চার্টার্ড বিমান আয়োজন করা থেকে মালদ্বীপের হোটেলে থাকার খরচা সব কিছুই বহন করেছিল ভারতীয় বোর্ড। মুশকিল হয়েছিল অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের চালু করা সিদ্ধান্তে।
ভারত থেকে আসা ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকারদের একটা দীর্ঘ সময় পর্যন্ত দেশে ঢুকতে না দেওয়ার নিয়ম জারি করা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত আইপিএল স্থগিত হয়ে যাওয়ার দীর্ঘ একমাস পর বাড়িতে ফিরলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সিডনিতে রবিবারই তাঁদের নিভৃতবাসের মেয়াদ শেষ হয়েছে। এরপরেই পরিবারের সঙ্গে মিলিত হলেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।
advertisement
গত ৪ মে আইপিএল স্থগিত হয়। এরপরেই গোটা অস্ট্রেলীয় শিবির মলদ্বীপে চলে যায়। সেখানে কিছুদিন নিভৃতবাসে থাকার পর দু’সপ্তাহ আগে সিডনিতে আসেন তাঁরা। দিনের সেরা ছবি দেখা গিয়েছে কামিন্সের ক্ষেত্রেই। হোটেল থেকে বেরিয়েই গর্ভবতী বান্ধবী বেকি বস্টনকে জড়িয়ে ধরেন তিনি। বেশ কিছুক্ষণ আবেগপ্রবণ হয়ে থাকতে দেখা যায় দু'জনকেই। স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলকেও দেখা যায় নিজের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরতে।
advertisement
advertisement
ম্যাক্সওয়েলকে দেখা যায় সতীর্থ মার্কাস স্টয়নিসকে জড়িয়ে ধরতে। এপ্রিলের শুরুতে পরিবার ছেড়ে ভারতে পাড়ি দেওয়ার পর অবশেষে ঘরে ফিরলেন তাঁরা।সিএসকে-র ক্রিকেটার জেসন বেহরেনডর্ফ বলেছেন, “বাড়ি ফিরতে পারব এই খবরটা আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। অনেকদিন বাড়ির বাইরে কাটাতে হয়েছে। বাড়ি ফিরতে তর সইছে না।”
advertisement
তবে কদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজটাই হবে হলুদ জার্সিধারীদের অ্যাসিড টেস্ট। তবে আপাতত শান্তি। প্রিয়জনদের সঙ্গে বহুদিন পর সাক্ষাৎ হওয়ায় মানসিক দিক থেকে হালকা থাকবেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Pat Cummins : গর্ভবতী বান্ধবীর আলিঙ্গনে নাইট তারকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement