MI vs PBKS: কঠিন পরিস্থিতি সামলাতে হবে বার্তা রোহিতের

Last Updated:

ম্যাচ শেষে রোহিত শর্মা বেশ বিরক্ত। তিনি জানালেন কঠিন পরিস্থিতি সামলাতে পারছে না দল

দলের খেলায় বিরক্ত রোহিত
দলের খেলায় বিরক্ত রোহিত
আগেই জানিয়েছিলেন চিন্তার সবচেয়ে বড় জায়গা মিডল অর্ডার। এদিন তিন নম্বরে নামানো হয়েছিল ঈশানকে। কিন্তু তিনি ব্যর্থ। সূর্য ছাড়া আর কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। তবে মুম্বই অধিনায়ক মেনে নিয়েছেন পঞ্জাব বোলিং ইউনিট পাওয়ার প্লের সময় খুব ভাল বল করেছে। বিশেষ করে শামি এবং রবি বিষ্ণুই ধারাবাহিকতা দেখিয়েছেন। রোহিত মনে করেন দল হিসেবে যখন সাফল্য ভাগ করে নেন, তেমনই দল হিসেবেই ব্যর্থতা ভাগ করে নেবেন।
advertisement
সবে টুর্নামেন্টের প্রথমদিক। দীর্ঘ পথ চলা বাকি। নিজেদের ভুলভ্রান্তি যত তাড়াতাড়ি ঠিক করতে পারবে মুম্বই ক্রিকেটাররা ততই মঙ্গল। তবে তিনি আশাবাদী অতীতে বহুবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন দলের ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ সময় ভুল করা আর বেশি দিন সহ্য করা যাবে না। চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক করার মুখে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত অবশ্য এসব ভাবনা ড্রেসিংরুমের ভেতর ঢুকতে দিতে চান না। অযথা চাপ তৈরি করতে চান না ক্রিকেটারদের ওপর।
advertisement
advertisement
ক্রুনাল পান্ডিয়া জঘন্য বল করছেন শেষ কয়েকটা ম্যাচে। লাইন, লেন্থ কিছুই ঠিক থাকছে না। ব্যাট হাতেও অবদান রাখতে পারছেন না। হার্দিক যে লড়াকু ইনিংস খেলার জন্য বিখ্যাত, সেরকম ইনিংস এবার দেখা যায়নি। অদ্ভুতভাবে ফ্লপ ঈশান। বুমরা যেন আগের ভয়ঙ্কর ধার হারিয়ে ফেলেছেন। একমাত্র ট্রেন্ট বোল্ট এবং কিছুটা রাহুল চাহার ছাড়া কেউ ধারাবাহিক নন। তবে এরপর চেন্নাই ছেড়ে দিল্লিতে খেলবে মুম্বই। সেখানকার উইকেট চিপকের মত মন্থর নয়। স্ট্রোক প্লে  তুলনামূলকভাবে ভাল হওয়া উচিত। তাই চেন্নাই ছেড়ে মুম্বইয়ের ভাগ্য বদল হয় কিনা সেটাই দেখার। রোহিত অবশ্য বিরক্ত হলেও হাল ছাড়তে নারাজ।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs PBKS: কঠিন পরিস্থিতি সামলাতে হবে বার্তা রোহিতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement