IPL 2021 নতুন জার্সিতে খেতাব রক্ষার লড়াইতে নামবে Mumbai Indians, দেখুন ভিডিও

Last Updated:

আইপিএল চ্যাম্পিয়ন এবারের খেতাব রক্ষার লড়াইতে খেলতে নামবে ৯ এপ্রিল৷ রোহিতের দলের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ৷

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল (IPL) ইতিহাসের সফলতম দল৷ এপ্রিলের ৯ তারিখ থেকে আইপিএল ২০২১ (IPL 2021) থেকে শুরু হবে৷ নতুন মরশুমে নতুন জার্সিতে খেলবে মুম্বই দলটি৷ নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই নতুন জার্সির ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ এবারের ভিডিওতে দেখা যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) , জোরে হোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সহ আরও অনেকে৷ বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি শান্তনু ও নিখিল এবারের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ডিজাইন করেছেন৷ এবারের জার্সিতে তাঁরা বিশ্বের পাঁচটি মৌলিক জিনিসকে এক করেছেন- যাতে রয়েছে পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ৷
মুম্বই ইন্ডিয়ান্সের মুখপাত্র জানিয়েছেন, ‘‘ মুম্বই ইন্ডিয়ান্স প্রতি বছর নিজেদের ঐতিহ্য এগিয়ে নিয়ে যায়৷ নিজেদের আভ্যন্তরীন ভ্যালু ও আইডিয়োলজি নিয়ে দল তৈরি৷ পাঁচবারের আইপিএল খেতাব আমাদের দায়বদ্ধতার প্রমাণ৷ তা আমাদের পূর্ণতা দিয়েছে৷ এবারের জার্সিতে এই সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে৷
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমাদের এবারের জার্সি তৈরি করতে গিয়ে প্রতিবছরের মতোই অনেক চিন্তাভাবনা কাজ করেছে৷ আমাদের প্লেয়াররা যা পরেন তা আমাদের ফ্যানেদের কাছে সম্মান ও গর্বের৷ এবারের জার্সিতে ডিএনএ-র এলিমেন্ট থাকছে, অর্থাৎ যা আমাদের এত বছরের জন্য এতটা সফল দল করে তুলেছে৷ আমরা এই দেশের সবচেয়ে সফলতম দল৷ যখন যখন আমরা মাঠে নামব তখন তখন আমরা এই গর্বের জার্সি পরে মাঠে নামব৷ ’’
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফিজয়ী দল৷ গত বছর ফাইনালে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়ে একপেশে ফাইনাল জিতে নেয়৷ এবারের জেতার পরেই তার আগে অবধি আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাই সুপার কিংসকে টপকে যায়৷ এর আগে আইপিএল চ্যাম্পিয়নশিপের সেরা ও সফলতম দল ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) ৷
advertisement
আইপিএল চ্যাম্পিয়ন এবারের খেতাব রক্ষার লড়াইতে খেলতে নামবে ৯ এপ্রিল৷ রোহিতের দলের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (RCB) ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 নতুন জার্সিতে খেতাব রক্ষার লড়াইতে নামবে Mumbai Indians, দেখুন ভিডিও
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement