IPL 2021 নতুন জার্সিতে খেতাব রক্ষার লড়াইতে নামবে Mumbai Indians, দেখুন ভিডিও

Last Updated:

আইপিএল চ্যাম্পিয়ন এবারের খেতাব রক্ষার লড়াইতে খেলতে নামবে ৯ এপ্রিল৷ রোহিতের দলের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ৷

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল (IPL) ইতিহাসের সফলতম দল৷ এপ্রিলের ৯ তারিখ থেকে আইপিএল ২০২১ (IPL 2021) থেকে শুরু হবে৷ নতুন মরশুমে নতুন জার্সিতে খেলবে মুম্বই দলটি৷ নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই নতুন জার্সির ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ এবারের ভিডিওতে দেখা যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) , জোরে হোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সহ আরও অনেকে৷ বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি শান্তনু ও নিখিল এবারের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ডিজাইন করেছেন৷ এবারের জার্সিতে তাঁরা বিশ্বের পাঁচটি মৌলিক জিনিসকে এক করেছেন- যাতে রয়েছে পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ৷
মুম্বই ইন্ডিয়ান্সের মুখপাত্র জানিয়েছেন, ‘‘ মুম্বই ইন্ডিয়ান্স প্রতি বছর নিজেদের ঐতিহ্য এগিয়ে নিয়ে যায়৷ নিজেদের আভ্যন্তরীন ভ্যালু ও আইডিয়োলজি নিয়ে দল তৈরি৷ পাঁচবারের আইপিএল খেতাব আমাদের দায়বদ্ধতার প্রমাণ৷ তা আমাদের পূর্ণতা দিয়েছে৷ এবারের জার্সিতে এই সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে৷
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমাদের এবারের জার্সি তৈরি করতে গিয়ে প্রতিবছরের মতোই অনেক চিন্তাভাবনা কাজ করেছে৷ আমাদের প্লেয়াররা যা পরেন তা আমাদের ফ্যানেদের কাছে সম্মান ও গর্বের৷ এবারের জার্সিতে ডিএনএ-র এলিমেন্ট থাকছে, অর্থাৎ যা আমাদের এত বছরের জন্য এতটা সফল দল করে তুলেছে৷ আমরা এই দেশের সবচেয়ে সফলতম দল৷ যখন যখন আমরা মাঠে নামব তখন তখন আমরা এই গর্বের জার্সি পরে মাঠে নামব৷ ’’
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফিজয়ী দল৷ গত বছর ফাইনালে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়ে একপেশে ফাইনাল জিতে নেয়৷ এবারের জেতার পরেই তার আগে অবধি আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাই সুপার কিংসকে টপকে যায়৷ এর আগে আইপিএল চ্যাম্পিয়নশিপের সেরা ও সফলতম দল ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) ৷
advertisement
আইপিএল চ্যাম্পিয়ন এবারের খেতাব রক্ষার লড়াইতে খেলতে নামবে ৯ এপ্রিল৷ রোহিতের দলের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (RCB) ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 নতুন জার্সিতে খেতাব রক্ষার লড়াইতে নামবে Mumbai Indians, দেখুন ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement