Home /News /ipl /

IPL Auction 2021: নিলামে শেষ নাম অর্জুন তেন্ডুলকর, কত দামে বিক্রি হলেন সচিন পুত্র?

IPL Auction 2021: নিলামে শেষ নাম অর্জুন তেন্ডুলকর, কত দামে বিক্রি হলেন সচিন পুত্র?

অর্জুন তেন্ডুলকর৷

অর্জুন তেন্ডুলকর৷

ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দু'টি ম্যাচে খেলেছেন অর্জুন৷

 • Share this:

  #চেন্নাই: আইপিএল নিলামে সবার নজরে ছিল এই নামটি৷ কিন্তু নিলামের তালিকায় সবার শেষে ডাকা হল অর্জুন তেন্ডুলকরের নাম৷ এবং দলও পেয়ে গেলেন তিনি৷ ২০ লক্ষ টাকার বেস প্রাইসে সচিন পুত্র অর্জুনকে নিল মুম্বাই ইন্ডিয়ান্স৷

  সচিন পুত্র অর্জুন বাঁ হাতি মিডিয়াম পেসার৷ সঙ্গে ব্যাটিংও করতে পারেন৷ এ দিন নিলামে তাঁর নাম ওঠামাত্র অর্জুনকে কিনতে আগ্রহ প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিরা৷ অন্য কোনও দল অবশ্য আগ্রহ দেখায়নি৷ ফলে ২০ লক্ষ টাকাতেই অর্জুনকে তুলে নেয় মুম্বাই৷

  ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়েই আইপিএল-এ মাতিয়েছেন অর্জুন৷ দলে জায়গা পাওয়ার পর তিনি প্রথম এগারোতেও সুযোগ পান কি না, সেটা দেখার অপেক্ষাতেই থাকলেন গোটা দেশ সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা৷ কারণ তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুুত্র৷ মাঠে নেমে তিনি যাই করুন না কেন, অবধারিত ভাবে বাবার সঙ্গে তুলনা টানা হবেই৷ তবে দলে সুযোগ পান বা না পান, আইপিএল-এ মুম্বাই দলে থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন তরুণ অর্জুন৷

  ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দু'টি ম্যাচে খেলেছেন অর্জুন৷ মুম্বাইয়ের অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ১৬ এবং অনুর্ধ্ব ১৪ দলের হয়ে খেলে ফেলেছেন অর্জুন৷ কয়েকদিন আগেই মুম্বাইয়ের পুলিশের আয়োজিত আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের ইনিংস খেলে নজর কাড়েন অর্জুন৷ পাশাপাশি বল হাতেও ৪১ রানে ৩ উইকেট নেন সচিন পুত্র৷ ফলে শুধু বাবার পরিচয়েই মুম্বাই দলে সুযোগ পেলেন অর্জুন, সেকথা বলা যাবে না৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: IPL Auction 2021

  পরবর্তী খবর