IPL Auction 2021: নিলামে শেষ নাম অর্জুন তেন্ডুলকর, কত দামে বিক্রি হলেন সচিন পুত্র?

Last Updated:

ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দু'টি ম্যাচে খেলেছেন অর্জুন৷

#চেন্নাই: আইপিএল নিলামে সবার নজরে ছিল এই নামটি৷ কিন্তু নিলামের তালিকায় সবার শেষে ডাকা হল অর্জুন তেন্ডুলকরের নাম৷ এবং দলও পেয়ে গেলেন তিনি৷ ২০ লক্ষ টাকার বেস প্রাইসে সচিন পুত্র অর্জুনকে নিল মুম্বাই ইন্ডিয়ান্স৷
সচিন পুত্র অর্জুন বাঁ হাতি মিডিয়াম পেসার৷ সঙ্গে ব্যাটিংও করতে পারেন৷ এ দিন নিলামে তাঁর নাম ওঠামাত্র অর্জুনকে কিনতে আগ্রহ প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিরা৷ অন্য কোনও দল অবশ্য আগ্রহ দেখায়নি৷ ফলে ২০ লক্ষ টাকাতেই অর্জুনকে তুলে নেয় মুম্বাই৷
২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়েই আইপিএল-এ মাতিয়েছেন অর্জুন৷ দলে জায়গা পাওয়ার পর তিনি প্রথম এগারোতেও সুযোগ পান কি না, সেটা দেখার অপেক্ষাতেই থাকলেন গোটা দেশ সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা৷ কারণ তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুুত্র৷ মাঠে নেমে তিনি যাই করুন না কেন, অবধারিত ভাবে বাবার সঙ্গে তুলনা টানা হবেই৷ তবে দলে সুযোগ পান বা না পান, আইপিএল-এ মুম্বাই দলে থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন তরুণ অর্জুন৷
advertisement
advertisement
ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দু'টি ম্যাচে খেলেছেন অর্জুন৷ মুম্বাইয়ের অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ১৬ এবং অনুর্ধ্ব ১৪ দলের হয়ে খেলে ফেলেছেন অর্জুন৷ কয়েকদিন আগেই মুম্বাইয়ের পুলিশের আয়োজিত আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের ইনিংস খেলে নজর কাড়েন অর্জুন৷ পাশাপাশি বল হাতেও ৪১ রানে ৩ উইকেট নেন সচিন পুত্র৷ ফলে শুধু বাবার পরিচয়েই মুম্বাই দলে সুযোগ পেলেন অর্জুন, সেকথা বলা যাবে না৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: নিলামে শেষ নাম অর্জুন তেন্ডুলকর, কত দামে বিক্রি হলেন সচিন পুত্র?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement