মুম্বই ইন্ডিয়ান্স জয়ী ৭ উইকেটে
#নয়াদিল্লি: ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা স্বয়ং সন্দেহ প্রকাশ করেছিলেন কয়েকদিন আগে। ভাবছেন কী ব্যাপারে? চতুর্দশ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করবে কিনা সেই ব্যাপারে। দিল্লি এবং পাঞ্জাব দুটো দলের কাছে পরপর হেরে আজ রাজস্থানের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আজ হেরে গেলে হারের হ্যাটট্রিক অপেক্ষা করছিল মুম্বইয়ের জন্য। গতবারের চ্যাম্পিয়নদের জন্য যা চরম লজ্জার। প্রথমে ব্যাট করে ১৭১ তুলেছিল রাজস্থান। বোলিং বিভাগ ভালো পারফর্ম করলেও মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ কতটা পারফর্ম করতে পারে সন্দেহ ছিল।
শেষ কয়েকটা ম্যাচে পোলার্ড, হার্দিক, ঈশান, ক্রুনাল পান্ডিয়াদের নিয়ে তৈরি মিডল অর্ডার হতাশ করেছে। আজ বড় ইনিংস খেলতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। মরিসের বলে সাকারিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ১৪ করে। সূর্যকুমার দাপটে শুরু করলেও বড় রান পেলেন না। ১৬ করে মরিসের বলে ক্যাচ দিলেন বাটলারের হাতে। কিন্তু জায়গা বদলে রান পেলেন ডি কক।অর্ধশতরান করলেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি প্রয়োজনে বড় শট খেললেন অনায়াসে।
এদিন চার নম্বরে নামানো হল ক্রুনাল পান্ডিয়াকে। এই পরিবর্তনটা কাজে লাগল। অন্য প্রান্ত থেকে তিনি সাহায্য করলেন রান তাড়া করতে।ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মার মুখে বহুদিন পর চেনা হাসি ছিল। মাঝের কঠিন সময়টা কাটিয়ে উঠে যেভাবে কামব্যাক করল মুম্বই, তাতে খুশি হওয়ার কথা অধিনায়কের। তবে রোহিত জানিয়ে গেলেন দলের উন্নতি প্রয়োজন রয়েছে এখনও। নিজেদের সেরা ছন্দে এখনও আসতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন দল জিতলেও তাঁদের খেলা দেখে স্পষ্ট।
কিন্তু দিনের শেষে একটা জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই পয়েন্ট ঘরে আসা সবচেয়ে জরুরি। তাই খারাপ খেলেও জয় পাওয়ায় আত্মবিশ্বাস বাড়বে নীল জার্সিধারীদের। বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান ক্রুনাল পান্ডিয়াকে বোল্ড করলেন। ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ক্রুনাল। এরপর পোলার্ড এলেন ব্যাট করতে। কয়েকটা বড় শট খেললেন। অনায়াসে জয় এনে দিলেন মুম্বইকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai Indians, Rajasthan Royals