IPL 2021: কেকেআর ফুটছে, কবে থেকে শুরু নাইটদের অভিযান, সব তথ্য এক ক্লিকে

Last Updated:

KKR -র পুরো ফিক্সচার এক নজরে দেখে নিন৷

#কলকাতা:  ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) নিজেদের সাত মরশুমের ট্রফি খরা কাটাতে পারবে কি? আইপিএলের চতুর্দশ মরশুমের আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন নাইট শিবিরের এবং তার ফ্যানদেরও৷ ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর৷  এবার তাদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সাত ম্যাচে জিতেছিল নাইট রাইডার্স৷ অন্যদিকে হেরেছিল ৭ টি ম্যাচেই৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানারাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক পয়েন্ট থাকা সত্বেও প্লে অফের টিকিট পায়নি৷ আইপিএলে-র চতুর্দশ মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম মেম্বাররা৷
গত মরশুমে দীনেশ কার্তিক আর আন্দ্রে রাসেল খুব খারাপ ফর্মে ছিলেন৷ যার খেসারত দিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে৷ আইপিএল চলাকালীনই দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে ইংল্যান্ডের ওয়ান ডে চ্যাম্পিয়ন করা ইয়ন মর্গ্যানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল৷ এক বছরের নির্বাসন কাটিয়ে শাকিব আল হাসান ফিরছেন কেকেআরের জার্সি গায়ে৷ ২০১২ ও ২০১৪ সালের দুবারের আইপিএল খেতাব জয়ী কেকেআর দলের সদস্য ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার৷ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে খেলেছিলেন শাকিব৷
advertisement
গৌতম গম্ভীর দায়িত্ব ছাড়ার পর নাইট রাইডার্স দল প্লে অফে দু বছর উঠতে পারেনি৷ এ বছরে স্পিনার হরভজন সিং দলে যোগ দেওয়ায় তা বাড়তি মাত্রা দেবে মনে করছে থিঙ্কট্যাঙ্ক৷ এছাড়া সুনীল নারিন, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী -রা বড় ভরসা হবে৷
advertisement
দেখে নিন ক্রীড়াসূচি
১১ এপ্রিল - সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (চেন্নাই)
advertisement
১৩ এপ্রিল - কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স -সন্ধ্যা -৭.৩০ এ (চেন্নাই)
১৮ এপ্রিল - আরসিবি বনাম কেকেআর -বিকেল- ৩.৩০ এ (চেন্নাই)
২১ এপ্রিল - কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস -সন্ধ্যা -৭.৩০ এ (মুম্বই)
২৪ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম কেকেআর - সন্ধ্যা -৭.৩০ এ (মুম্বই)
২৬ এপ্রিল - পঞ্জাব কিংস বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
advertisement
২৯ এপ্রিল - দিল্লি ক্যাপিটাল্স বনাম কেকেআর , সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
৩ মে - কেকেআর বনাম আরসিবি, সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
৮ মে -কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স, সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
১০ মে - মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
১২ মে - চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
advertisement
১৫ মে - কলকাতা বনাম পঞ্জাব কিংস-সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
১৮ মে - কেকেআর বনাম রাজস্থান রয়্যালস -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
২১ মে- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ - সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কেকেআর ফুটছে, কবে থেকে শুরু নাইটদের অভিযান, সব তথ্য এক ক্লিকে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement