IPL 2021: কেকেআর ফুটছে, কবে থেকে শুরু নাইটদের অভিযান, সব তথ্য এক ক্লিকে

Last Updated:

KKR -র পুরো ফিক্সচার এক নজরে দেখে নিন৷

#কলকাতা:  ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) নিজেদের সাত মরশুমের ট্রফি খরা কাটাতে পারবে কি? আইপিএলের চতুর্দশ মরশুমের আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন নাইট শিবিরের এবং তার ফ্যানদেরও৷ ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর৷  এবার তাদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সাত ম্যাচে জিতেছিল নাইট রাইডার্স৷ অন্যদিকে হেরেছিল ৭ টি ম্যাচেই৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানারাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক পয়েন্ট থাকা সত্বেও প্লে অফের টিকিট পায়নি৷ আইপিএলে-র চতুর্দশ মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম মেম্বাররা৷
গত মরশুমে দীনেশ কার্তিক আর আন্দ্রে রাসেল খুব খারাপ ফর্মে ছিলেন৷ যার খেসারত দিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে৷ আইপিএল চলাকালীনই দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে ইংল্যান্ডের ওয়ান ডে চ্যাম্পিয়ন করা ইয়ন মর্গ্যানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল৷ এক বছরের নির্বাসন কাটিয়ে শাকিব আল হাসান ফিরছেন কেকেআরের জার্সি গায়ে৷ ২০১২ ও ২০১৪ সালের দুবারের আইপিএল খেতাব জয়ী কেকেআর দলের সদস্য ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার৷ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে খেলেছিলেন শাকিব৷
advertisement
গৌতম গম্ভীর দায়িত্ব ছাড়ার পর নাইট রাইডার্স দল প্লে অফে দু বছর উঠতে পারেনি৷ এ বছরে স্পিনার হরভজন সিং দলে যোগ দেওয়ায় তা বাড়তি মাত্রা দেবে মনে করছে থিঙ্কট্যাঙ্ক৷ এছাড়া সুনীল নারিন, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী -রা বড় ভরসা হবে৷
advertisement
দেখে নিন ক্রীড়াসূচি
১১ এপ্রিল - সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (চেন্নাই)
advertisement
১৩ এপ্রিল - কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স -সন্ধ্যা -৭.৩০ এ (চেন্নাই)
১৮ এপ্রিল - আরসিবি বনাম কেকেআর -বিকেল- ৩.৩০ এ (চেন্নাই)
২১ এপ্রিল - কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস -সন্ধ্যা -৭.৩০ এ (মুম্বই)
২৪ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম কেকেআর - সন্ধ্যা -৭.৩০ এ (মুম্বই)
২৬ এপ্রিল - পঞ্জাব কিংস বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
advertisement
২৯ এপ্রিল - দিল্লি ক্যাপিটাল্স বনাম কেকেআর , সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
৩ মে - কেকেআর বনাম আরসিবি, সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
৮ মে -কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স, সন্ধ্যা -৭.৩০ এ (আহমেদাবাদ)
১০ মে - মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
১২ মে - চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
advertisement
১৫ মে - কলকাতা বনাম পঞ্জাব কিংস-সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
১৮ মে - কেকেআর বনাম রাজস্থান রয়্যালস -সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
২১ মে- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ - সন্ধ্যা -৭.৩০ এ (বেঙ্গালুরু)
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কেকেআর ফুটছে, কবে থেকে শুরু নাইটদের অভিযান, সব তথ্য এক ক্লিকে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement