#দুবাই: IPL -র ফাইনাল শেষ ৷ নিউ নর্ম্যালে সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল আড়াই মাসের আসর শেষে সেরা হয়ে গেল একাধিক বিভাগের একাধিক সেরারা৷ দেখে নিন কোন কোন ক্রিকেটার ও দল কত টাকার ও কী কী পুরস্কার পেল৷
চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০ কোটি টাকা জিতল।
আইপিএলের সেরা যুব ক্রিকেটার- আইপিএল ২০২০তে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার পেলেন দেবদূত পডিক্কল। আইপিএলে অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শুরু করেছিলেন। মরসুমে ১৫ ম্যাচে ৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সব মিলিয়ে সংগ্রহ ৪৭৩ রান। সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান।
টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার পুরস্কার পেলেন কাইরন পোলার্ড
মরসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতলেন মুম্বইয়ের ইশান কিশান। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ৩০ টি ছক্কা মেরেছেন ইশান কিশান।
পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটার হলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লেতে সেরা বোলিংয়ের সুবাদে এই পুরস্কার জিতলেন তিনি।
পার্পল ক্যাপ জিতলেন কাগিসো রাবাদা। আইপিএল ২০২০তে এবছর ৩০টি উইকেট নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার।
অরেঞ্জ ক্যাপের মালিক হলেন লোকেশ রাহুল। আইপিএল ২০২০তে ১৪ ম্যাচ খেলে রাহুল ৬৭০ রান হাঁকান।
সবচেয়ে কার্যকরী ক্রিকেটার পুরস্কার জিতলেন জোফ্রা আর্চার। ১৪ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন আর্চার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, IPL, IPL 2020, Mumbai Indians