IPL 2021: এপ্রিলের ১১ তারিখ কলকাতার প্রথম খেলা, প্রকাশিত আইপিএলের ক্রীড়াসূচি

Last Updated:

খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) -র বিরুদ্ধে৷

#মুম্বই: আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার ভিভো আইপিএল ২০২১ (Indian Premier League 2021 )-র ক্রীড়াসূচি প্রকাশ করল৷ এবারের আইপিএল মরশুম শুরু হবে ৯ এপ্রিল ২০২১৷ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)  খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) -র বিরুদ্ধে৷
প্রায় ২ বছর বাদে ফের দেশের মাটিতে বসতে চলেছে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্টের আসর ৷ এবারের ভ্যেনুগুলি হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই. দিল্লি, মুম্বই ও কলকাতা৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের প্লে অফ ও ফাইনাল ম্যাচ -এমনটাই রয়েছে সম্ভবনা৷ সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ বা দিন-রাতের টেস্ট ম্যাচ সেখানে আয়োজিত হয়েছে৷
advertisement
advertisement
advertisement
গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সফল আইপিএল টুর্নামেন্ট আয়োজনের পরেই সুরক্ষাবিধি মেনে এবারের আইপিএল স্বাস্থ্যকর ও সফলভাবে আয়োজন করার বিষয়ে আশাবাদী বিসিসিআই৷ এখানে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে - নিজেদের জারি করা বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিসিআই৷
মোট ৫৬ টি লিগ ম্যাচ গবে ৷ সেগুলির মধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বই ও বেঙ্গালুরুতে দশটি করে ম্যাচ খেলা হবে৷ আর ৮ টি করে ম্যাচ খেলা হবে আহমেদাবাদ ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে৷ ৬ টি দল তিনটি করে বিকেলের ম্যাচ খেলবে আর দুটি দল দুটি করে বিকেলের ম্যাচ খেলবে৷
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি এমনভাবে করা হয়েছে যাতে লিগ ম্যাচের সময় এক একটা দলকে মাত্র তিনবার যাতায়াত করতে হয়৷ এতে সংক্রমণের আশঙ্কা সবচেয়ে কম করা সম্ভব৷ ভিভো আইপিএল (VIVO IPL) এবারে ঘরের মাটিতে প্রাথমিকভাবে দর্শক শূন্য অবস্থায় শুরু হবে ৷ পরবর্তী পর্বে দর্শকদের মাঠে ঢুকে ম্যাচ দেখতে দেওয়া যায় কিনা তা দেখা হবে৷ ’ ফাইনাল খেলা হবে ৩০ মে৷
advertisement
গত মরশুমে করোনা সংক্রমণের কারণে আইপিএল নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি ৷ পাশাপাশি ঘরের মাঠেও এগুলো আয়োজন করা যায়নি ৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: এপ্রিলের ১১ তারিখ কলকাতার প্রথম খেলা, প্রকাশিত আইপিএলের ক্রীড়াসূচি
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement