IPL 2021: এপ্রিলের ১১ তারিখ কলকাতার প্রথম খেলা, প্রকাশিত আইপিএলের ক্রীড়াসূচি

Last Updated:

খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) -র বিরুদ্ধে৷

#মুম্বই: আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার ভিভো আইপিএল ২০২১ (Indian Premier League 2021 )-র ক্রীড়াসূচি প্রকাশ করল৷ এবারের আইপিএল মরশুম শুরু হবে ৯ এপ্রিল ২০২১৷ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)  খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) -র বিরুদ্ধে৷
প্রায় ২ বছর বাদে ফের দেশের মাটিতে বসতে চলেছে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্টের আসর ৷ এবারের ভ্যেনুগুলি হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই. দিল্লি, মুম্বই ও কলকাতা৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের প্লে অফ ও ফাইনাল ম্যাচ -এমনটাই রয়েছে সম্ভবনা৷ সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ বা দিন-রাতের টেস্ট ম্যাচ সেখানে আয়োজিত হয়েছে৷
advertisement
advertisement
advertisement
গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সফল আইপিএল টুর্নামেন্ট আয়োজনের পরেই সুরক্ষাবিধি মেনে এবারের আইপিএল স্বাস্থ্যকর ও সফলভাবে আয়োজন করার বিষয়ে আশাবাদী বিসিসিআই৷ এখানে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে - নিজেদের জারি করা বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিসিআই৷
মোট ৫৬ টি লিগ ম্যাচ গবে ৷ সেগুলির মধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বই ও বেঙ্গালুরুতে দশটি করে ম্যাচ খেলা হবে৷ আর ৮ টি করে ম্যাচ খেলা হবে আহমেদাবাদ ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে৷ ৬ টি দল তিনটি করে বিকেলের ম্যাচ খেলবে আর দুটি দল দুটি করে বিকেলের ম্যাচ খেলবে৷
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি এমনভাবে করা হয়েছে যাতে লিগ ম্যাচের সময় এক একটা দলকে মাত্র তিনবার যাতায়াত করতে হয়৷ এতে সংক্রমণের আশঙ্কা সবচেয়ে কম করা সম্ভব৷ ভিভো আইপিএল (VIVO IPL) এবারে ঘরের মাটিতে প্রাথমিকভাবে দর্শক শূন্য অবস্থায় শুরু হবে ৷ পরবর্তী পর্বে দর্শকদের মাঠে ঢুকে ম্যাচ দেখতে দেওয়া যায় কিনা তা দেখা হবে৷ ’ ফাইনাল খেলা হবে ৩০ মে৷
advertisement
গত মরশুমে করোনা সংক্রমণের কারণে আইপিএল নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি ৷ পাশাপাশি ঘরের মাঠেও এগুলো আয়োজন করা যায়নি ৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: এপ্রিলের ১১ তারিখ কলকাতার প্রথম খেলা, প্রকাশিত আইপিএলের ক্রীড়াসূচি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement