IPL 2021; KKR vs RR: কেকেআর-এর বোলিং-এ ছারখার রাজস্থান, ৮৬ রানে ম্যাচ জিতল কলকাতা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR vs RR LIVE: হাফ সেঞ্চুরি করলেন শুভমান গিল।
#শারজাহ: ডু অর ডাই ম্যাচ। একেবারে যাকে বলে মরণ-বাঁচন ম্যাচ। চলতি আইপিএলে কেকেআর যে দারুন কিছু পারফর্ম করেছে তা নয়। বরং বহু ম্যাচে ছোটখাটো ভুল কেকেআরকে ডুবিয়েছে। তবুও আইপিএলের দ্বিতীয় পর্বে ফিরে আসার লড়াই জিতেছে কেকেআর। আর সেই লড়াই কেকেআরকে প্লে-অফের প্রায় দ্বোরগোড়ায় এনে দিয়েছে। তবে এখনও আরও একটা হার্ডল রয়েছে। সেটা টপকাতে হবে আজ। পারলে চলতি আইপিএলের প্লে অফে খেলবে কেকেআর। আর না পারলে কলকাতাকে টপকে প্লে অফে পৌঁছে যাবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ভাগ্য একেবারে সঙ্গে দেয়নি। জোফ্রা আর্চার, বেন স্টোকসের মতো তারকারা চোটের জন্য ছিটকে গিয়েছেন। দলের একাধিক তারকা সেভাবে পারফর্ম করতে পারছেন না। কোনওরকমে ধুঁকতে ধুঁকতে এই জায়গা পর্যন্ত পৌঁছেছে তারা। রাজস্থান প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে বটে। তবে তাদের হিসেব বেশ জটিল। কলকাতা ও মুম্বই ছাড়া এখন আর কোনও দলই সেভাবে চতুর্থ দল হিসাবে প্লে অফে ওঠার জন্য সুবিধাজনক জায়গায় নেই। তবে আজকের ম্যাচে কলকাতাকে সহজে জিততে দেবে না রাজস্থান। সেটা বলাই যায়। রাজস্থানের তরুণ ক্রিকেটাররা ভাল পারফর্ম করছেন। এটা একটা বড় দিক সঞ্জু স্যামসনের দলের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন- IPL: চতুর্থ স্থানের লড়াইয়ে কেকেআর ও মুম্বই, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?
কেকেআরকে আজ বড় ব্যবধানে জিততে হবে। তা হলে প্লে অফের টিকিট হাতে চলে আসবে ইয়ন মরগ্যানের। আর আজ না জিততে পারলে তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। সেক্ষেত্রে মুম্বই পরের ম্য়াচ জিতে গেলে পৌঁছে যাবে প্লে অফে। ফলে আজ কলকাতাকে শুধু জিতলেই হবে না। ভাল ব্যবধান রেখে জিততে হবে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭০ বল বাকি থাকতে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে রাজস্থান আজকের ম্যাচে কলকাতাকে মরণ কামড় দেবে।
Location :
First Published :
October 07, 2021 6:51 PM IST