IPL 2021: মুম্বাইয়ের হোটেলে একত্রিত হচ্ছেন কেকেআর তারকারা

Last Updated:

নিজেদের ঘরে এক সপ্তাহ নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের। এই সময় একাধিকবার তাঁদের করোনা পরীক্ষা করা হবে

এই সময় একাধিকবার তাঁদের করোনা পরীক্ষা করা হবে। তারপরেই আউটডোর প্র্যাকটিস করার অনুমতি মিলবে। যদি কোনও ক্রিকেটার পজিটিভ হন তাহলে দশ দিন আলাদা থাকতে হবে। কিন্তু ভারত এবং ইংল্যান্ডের যে ক্রিকেটাররা আছেন তাঁরা একটি জৈব সুরক্ষার বলয় থেকে অন্য জৈব সুরক্ষা বলয় সরাসরি ঢুকে যেতে পারবেন। সবশেষে আইপিএলের চিফ মেডিকেল অফিসার ছাড়পত্র দেবেন। এবছর খুব বেশি পরিবর্তন করেনি কেকেআর।
advertisement
কোর টিম ধরে রেখে সামান্য কয়েকটা জায়গায় নতুন ক্রিকেটার নেওয়া হয়েছে। তবে অভিজ্ঞ হরভজন সিং এই প্রথম খেলবেন নাইট রাইডার্স জার্সি গায়ে। পাশাপাশি আন্দ্রে রাসেল কতটা নিজেকে মেলে ধরতে পারেন তার ওপরেই নির্ভর করছে শাহরুখ খানের দলের ভাগ্য। ওপেনিং সমস্যা এবারও প্রশ্নচিহ্নের মুখে। তবে নিউজিল্যান্ডের সেফার্ট এবং নিতিশ রানা সম্ভবত ওপেন করবেন নাইটদের হয়ে। শুভমান গিলকে তিন নম্বরে নামানোর সম্ভাবনা বেশি।
advertisement
advertisement
যেকোনও মূল্যে প্লে অফ খেলতে মরিয়া দুবারের চ্যাম্পিয়নরা। এবার প্রথম থেকেই দলের অধিনায়ক হিসেবে থাকবেন ইয়ন মর্গ্যান। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে খুব একটা পারফর্ম করতে পারেননি। কিন্তু একদিনের সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে চান ইংলিশ অধিনায়ক। পাশাপাশি তাঁর ঠান্ডা মাথা নাইট রাইডার্স দলের অন্যতম সেরা সম্পদ।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মুম্বাইয়ের হোটেলে একত্রিত হচ্ছেন কেকেআর তারকারা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement