IPL 2021: KKR- নিয়ে বিস্ফোরক অভিযোগ KuldeepYadav-র, কেউ কারোর সঙ্গে কথা বলে না,বিদেশি অধিনায়কে অনেক অসুবিধা

Last Updated:

IPL 2021 এ দ্বিতীয় পর্ব শুরুর আগেই কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বড় বোমা কি অবস্থা নাইট অন্দরমহলের৷

#দুবাই:  বছর দুয়েক আগে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সারা পৃথিবীতেই খতরনাক বলে মান্য করা হত৷ তাঁর স্পিন তাবড় তাবড় ব্যাটসম্যান বুঝতে নাকানি চোবানি খেয়ে যেত৷ নিজের বোলিং দক্ষতায় আইপিএল ফ্রাঞ্চাইজি কেকেআরকে (KKR) একের পর এক ম্যাচ জিতেছেন৷ ভারতীয় দলের জার্সিতেও তিনি বহু কামাল পারফরম্যান্স দিয়েছেন৷ আকাশ চোপড়ার (Aakash Chopra) সঙ্গে এক সাক্ষাৎকারে কুলদীপ যাদব নিজের দুঃখের কথা জানিয়েছেন৷ তিনি তাঁকে জানিয়েছেন বেঞ্চে বসে থাকতে কষ্ট হয়৷ কখনও কখনও নিজের দক্ষতার ওপর প্রশ্ন ওঠে৷
কুলদীপ যাদব জানিয়েছে আইপিএল (IPL 2021) চলাকালীন ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেন না! গতবার তাঁর সঙ্গে কোনও কথা বলা হয়নি, তাঁকে কোনও ম্যাচে খেলানোও হয়নি৷ তিনি জানিয়েছেন তাঁর খুব অবাক লাগত৷ তাঁর মনে হত তিনি ম্যাচ জেতাতে পারেন না৷ যখন অনেক অপশন থাকে তখন এরকমই হয়৷ কেকেআরের কাছে অনেক স্পিনার রয়েছে৷
advertisement
advertisement
কুলদীপ যাদব আরও জানিয়েছেন,  ‘‘বিদেশি অধিনায়কের সঙ্গে খুব কম কথা হত৷ তাঁরা আপনাদের একদম বোঝেন না৷ ভারতীয় অধিনায়কের সঙ্গে খোলামেলা কথা বলা যায়৷ তাঁকে প্রশ্ন করতে পারেন, রোহিত শর্মার মতো অধিনায়ক হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন আরও ভাল করতে কি করতে হবে , দলে আমার জায়গা কি? ’’
advertisement
কুলদীপ আরও বলেছেন, ‘‘গত বছর অবধি আমার বোলিং নিয়ে ভাবতাম আমার নিজের ওপর সন্দেহ হত৷ সবসময়েই আমি ভালো করার চেষ্টা করতাম৷ কখনও কখনও আপনি জানেন আপনার খেলা উচিত৷ আমার বাইরে বসা উচিত নয়, আপনি কারণ জানেন না কেন আপনি বেঞ্চে থাকছেন? ’’
কুলদীপ আরও জানিয়েছেন, দলে ফেরা সবসময়েই খুবই মুশকিল হয়৷ এটা অভিষেক ম্যাচের চেয়েও কঠিন হয়৷ যখন আপনি নিয়মিত খেলেন তখন আপনার ওপর চাপ থাকে না৷ দলে ফেরার পর প্রতি ম্যাচেই উইকেট নাও চাপ থাকে৷ বাইরে বসে থাকা চাপের৷ স্পিনারদের ভাল পিচেও যখন চান্স পাওয়া যায় না তখন মনে হয় এখানে না হলে কোথায় সুযোগ পাওয়া যাবে৷
advertisement
শ্রীলঙ্কা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ছিল মানছেন কুলদীপ যাদব৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভালো হয়নি৷ তিনি বলেছেন, ‘‘ মনে হচ্ছিল অভিষেক হচ্ছে৷ কিন্তু যাঁরা খেলছিল তাঁরাও ভাল পারফর্ম করছিল৷ কিন্তু আমি আমার অনুশীলনে মন দিয়েছিলাম৷ আমি সুযোগ পেলাম কিন্তু খুব বেশি বোলিংয়ের সুযোগ পায়নি৷ শ্রীলঙ্কা ম্যাচের আদে রাহুল স্যার বলেছিলেন সামনের কথা ভাবতে হবে না, যা হবে দেখা যাবে, এখন এই ম্যাচে মন দাও৷ যে প্ল্যান তৈরি হয়েছে তাতেই কাজ কর৷ সেখানে আমি খানিকটা আত্মবিশ্বাস পাই আর রাহুল দ্রাবিড়ের কথা শুনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR- নিয়ে বিস্ফোরক অভিযোগ KuldeepYadav-র, কেউ কারোর সঙ্গে কথা বলে না,বিদেশি অধিনায়কে অনেক অসুবিধা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement