IPL 2021: KKR- নিয়ে বিস্ফোরক অভিযোগ KuldeepYadav-র, কেউ কারোর সঙ্গে কথা বলে না,বিদেশি অধিনায়কে অনেক অসুবিধা

Last Updated:

IPL 2021 এ দ্বিতীয় পর্ব শুরুর আগেই কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বড় বোমা কি অবস্থা নাইট অন্দরমহলের৷

#দুবাই:  বছর দুয়েক আগে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সারা পৃথিবীতেই খতরনাক বলে মান্য করা হত৷ তাঁর স্পিন তাবড় তাবড় ব্যাটসম্যান বুঝতে নাকানি চোবানি খেয়ে যেত৷ নিজের বোলিং দক্ষতায় আইপিএল ফ্রাঞ্চাইজি কেকেআরকে (KKR) একের পর এক ম্যাচ জিতেছেন৷ ভারতীয় দলের জার্সিতেও তিনি বহু কামাল পারফরম্যান্স দিয়েছেন৷ আকাশ চোপড়ার (Aakash Chopra) সঙ্গে এক সাক্ষাৎকারে কুলদীপ যাদব নিজের দুঃখের কথা জানিয়েছেন৷ তিনি তাঁকে জানিয়েছেন বেঞ্চে বসে থাকতে কষ্ট হয়৷ কখনও কখনও নিজের দক্ষতার ওপর প্রশ্ন ওঠে৷
কুলদীপ যাদব জানিয়েছে আইপিএল (IPL 2021) চলাকালীন ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেন না! গতবার তাঁর সঙ্গে কোনও কথা বলা হয়নি, তাঁকে কোনও ম্যাচে খেলানোও হয়নি৷ তিনি জানিয়েছেন তাঁর খুব অবাক লাগত৷ তাঁর মনে হত তিনি ম্যাচ জেতাতে পারেন না৷ যখন অনেক অপশন থাকে তখন এরকমই হয়৷ কেকেআরের কাছে অনেক স্পিনার রয়েছে৷
advertisement
advertisement
কুলদীপ যাদব আরও জানিয়েছেন,  ‘‘বিদেশি অধিনায়কের সঙ্গে খুব কম কথা হত৷ তাঁরা আপনাদের একদম বোঝেন না৷ ভারতীয় অধিনায়কের সঙ্গে খোলামেলা কথা বলা যায়৷ তাঁকে প্রশ্ন করতে পারেন, রোহিত শর্মার মতো অধিনায়ক হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন আরও ভাল করতে কি করতে হবে , দলে আমার জায়গা কি? ’’
advertisement
কুলদীপ আরও বলেছেন, ‘‘গত বছর অবধি আমার বোলিং নিয়ে ভাবতাম আমার নিজের ওপর সন্দেহ হত৷ সবসময়েই আমি ভালো করার চেষ্টা করতাম৷ কখনও কখনও আপনি জানেন আপনার খেলা উচিত৷ আমার বাইরে বসা উচিত নয়, আপনি কারণ জানেন না কেন আপনি বেঞ্চে থাকছেন? ’’
কুলদীপ আরও জানিয়েছেন, দলে ফেরা সবসময়েই খুবই মুশকিল হয়৷ এটা অভিষেক ম্যাচের চেয়েও কঠিন হয়৷ যখন আপনি নিয়মিত খেলেন তখন আপনার ওপর চাপ থাকে না৷ দলে ফেরার পর প্রতি ম্যাচেই উইকেট নাও চাপ থাকে৷ বাইরে বসে থাকা চাপের৷ স্পিনারদের ভাল পিচেও যখন চান্স পাওয়া যায় না তখন মনে হয় এখানে না হলে কোথায় সুযোগ পাওয়া যাবে৷
advertisement
শ্রীলঙ্কা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ছিল মানছেন কুলদীপ যাদব৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভালো হয়নি৷ তিনি বলেছেন, ‘‘ মনে হচ্ছিল অভিষেক হচ্ছে৷ কিন্তু যাঁরা খেলছিল তাঁরাও ভাল পারফর্ম করছিল৷ কিন্তু আমি আমার অনুশীলনে মন দিয়েছিলাম৷ আমি সুযোগ পেলাম কিন্তু খুব বেশি বোলিংয়ের সুযোগ পায়নি৷ শ্রীলঙ্কা ম্যাচের আদে রাহুল স্যার বলেছিলেন সামনের কথা ভাবতে হবে না, যা হবে দেখা যাবে, এখন এই ম্যাচে মন দাও৷ যে প্ল্যান তৈরি হয়েছে তাতেই কাজ কর৷ সেখানে আমি খানিকটা আত্মবিশ্বাস পাই আর রাহুল দ্রাবিড়ের কথা শুনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR- নিয়ে বিস্ফোরক অভিযোগ KuldeepYadav-র, কেউ কারোর সঙ্গে কথা বলে না,বিদেশি অধিনায়কে অনেক অসুবিধা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement