সাকিব, হরভজন ও নায়ারদের অভিজ্ঞতায় গভীরতা বাড়ল কেকেআরের

Last Updated:

বাংলাদেশের সাকিব এবং অস্ট্রেলিয়ার বেন কাটিংকে নিয়ে সেই সমস্যা কিছুটা কাটিয়ে উঠলেও ওপেনার সমস্যা কিন্তু খুব একটা সুরাহা হল না।

#চেন্নাই: জানাই ছিল কলকাতা নাইট রাইডার্স যে পরিমাণ টাকা নিয়ে আইপিএল নিলামে নেমেছে, তাতে বিশাল কিছু চমক দিতে পারবে না তারা। এমনিতে নিজেদের কোর টিম ধরে রেখেছিল কেকেআর। দু'জন বিদেশি সহ মোট আটজন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ ছিল তাঁদের। তাই বুদ্ধি করে নিজেদের শক্তি বৃদ্ধি করাই লক্ষ্য ছিল দু'বারের চ্যাম্পিয়নদের। কলকাতার দরকার ছিল একজন ওপেনার এবং আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসেবে একজন অলরাউন্ডার। বাংলাদেশের সাকিব এবং অস্ট্রেলিয়ার বেন কাটিংকে নিয়ে সেই সমস্যা কিছুটা কাটিয়ে উঠলেও ওপেনার সমস্যা কিন্তু খুব একটা সুরাহা হল না।
শুভমান গিলের সঙ্গে রাহুল ত্রিপাঠী না হয় সেই নারিনকেই হয়তো ওপেন করতে দেখা যাবে। করুণ নায়ার দলে আসায় এই দায়িত্বটা তাঁর ওপরেও পড়তে পারে। কর্নাটকের এই ব্যাটসম্যান পাঁচ বছর আগে বীরেন্দ্র সেওয়াগের পর একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান করেছিলেন। কিন্তু তারপর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য কর্নাটকের হয়ে পারফর্ম করে গিয়েছেন। অতীতে দিল্লি, পঞ্জাবের মত দলের জার্সি গায়ে আইপিএল খেলেছেন। করুণ দাঁড়িয়ে গেলে কলকাতার অনেকটা সমস্যা মিটে যাবে।
advertisement
বেন কাটিং অতীতে হায়দরাবাদে এবং মুম্বইয়ের হয়ে খেলেছেন। বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলার পাশাপাশি পাকিস্তান প্রিমিয়র লিগেও চুটিয়ে খেলেছেন। ব্যাট এবং বল হাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পবন নেগি বাঁহাতি স্পিনার। প্রয়োজনে ব্যাট হাতে মারতে পারেন। তবে সবচেয়ে বড় চমক হরভজন সিং। ভাজ্জিকে দলে নিয়ে চমক দিয়েছে কেকেআর। গতবার আমিরাতে খেলেননি হরভজন। কিন্তু এবার কলকাতা প্রথম থেকেই টার্গেট করেছিল তাঁকে দলে নিতে। হরভজনের অভিজ্ঞতা যে কোনও দলের সম্পদ।
advertisement
advertisement
বরুণ চক্রবর্তী, নারিনের সঙ্গে হরভজন, স্পিন বিভাগে আরও শক্তি অর্জন করল কেকেআর। এর সঙ্গে নেগি এবং সাকিবের বাঁহাতি স্পিন দলের শক্তি বাড়িয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কটেশ আই আর এবং বৈভব অরোরাকে দলে নিয়েছে কেকেআর। সব মিলিয়ে ভারসাম্য খারাপ নয়। মাঠে নেমে পারফর্ম করতে পারলে অনেক হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে শাহরুখ খানের দল।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
সাকিব, হরভজন ও নায়ারদের অভিজ্ঞতায় গভীরতা বাড়ল কেকেআরের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement