IPL 2021: অলরাউন্ডার বাড়িয়ে শক্তি বৃদ্ধির চেষ্টা নাইটদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
এবার ভুল শুধরে নিয়ে যে কোনও মূল্যে শেষ চারে উঠতে মরিয়া কেকেআর। দলে কয়েকটি পরিবর্তন করেছে তাঁরা
কলকাতা নাইট রাইডার্স
ব্র্যান্ড ভ্যালু - ৫৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় চারশো কোটির কাছে
advertisement
কোচ - ব্রেন্ডন ম্যকালাম
বোলিং কোচ - কাইলি মিলস
মেন্টর - ডেভিড হাসি
স্ট্র্যাটেজিক কনসালটেন্ট - নাথান লিয়ামন
অধিনায়ক - ইয়ন মর্গান
ব্যাটসম্যান -শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, করুন নায়ার,
ইয়ন মর্গান, রিঙ্কু সিং।
advertisement
অলরাউন্ডার - আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বেন কাটিং,সুনীল নারিন,পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার।
উইকেট রক্ষক - দীনেশ কার্তিক, শেলডন জ্যাকসন, টিম সেইফার্ট।
স্পিনার- কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হরভজন সিং।
ফাস্ট বোলার - কমলেশ নাগার কোটি, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, বৈভব অরোরা
শক্তি- বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গান দলের দায়িত্বে। অলরাউন্ডার বাড়িয়ে ভারসাম্য বাড়াতে চেয়েছে নাইট রাইডার্স। পাশাপাশি হরভজন সিং দলে আসায় অনেকে প্রশ্ন তুললেও নাইট ম্যানেজমেন্ট মনে করে একাধিকবার আইপিএল জেতার অভিজ্ঞতার কারণে ভাজ্জির দলে আসাটা কলকাতার প্লাস পয়েন্ট। সাকিব ফিরে আসায় রাসেলের ওপর চাপ কমবে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং গভীরতা বাড়িয়েছে।
advertisement
দুর্বলতা- ওপেনিং পার্টনারশিপ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গিলের সঙ্গে রাহুল ত্রিপাঠী, নাকি নারিন, নাকি নতুন কেউ? গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকতার অভাব।কোচ হিসেবে ব্র্যান্ডন ম্যাকালাম কতটা কার্যকরী এবং প্রয়োজনে প্ল্যান 'বি' তৈরি থাকে কিনা সেটাই দেখার।
view commentsLocation :
First Published :
March 11, 2021 7:17 PM IST

