#বেঙ্গালুরু: ২০১২ এবং ২০১৪ পরপর দু'বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের দারুণ উপহার দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুবারই অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। ছয় বছর ট্রফি জেতা হয়নি বেগুনি সোনালি জার্সিধারীদের। গতবার আরব আমিরাতে শেষ চারে উঠতে পারেনি শাহরুখ খানের দল। ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল গতবারও। বাইরে একাধিক বিতর্ক দানা বাঁধে নাইটদের নিয়ে। দীনেশ কার্তিককে সরিয়ে দিয়ে মাঝপথে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা, ওপেনিং পার্টনারশিপ ঠিক করতে না পারা, ব্যাটিং অর্ডারে ঘনঘন বদল পায়ের তলার মাটি কেড়ে নিয়েছিল দুবারের চ্যাম্পিয়নদের। এবার ভুল শুধরে নিয়ে যে কোনও মূল্যে শেষ চারে উঠতে মরিয়া কেকেআর। দলে কয়েকটি পরিবর্তন করেছে তাঁরা। জোর দেওয়া হয়েছে অলরাউন্ডার নেওয়ার ক্ষেত্রে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের কেকেআর দল।
কলকাতা নাইট রাইডার্স
ব্র্যান্ড ভ্যালু - ৫৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় চারশো কোটির কাছে
কোচ - ব্রেন্ডন ম্যকালাম বোলিং কোচ - কাইলি মিলস মেন্টর - ডেভিড হাসি স্ট্র্যাটেজিক কনসালটেন্ট - নাথান লিয়ামন অধিনায়ক - ইয়ন মর্গান
ব্যাটসম্যান -শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, করুন নায়ার, ইয়ন মর্গান, রিঙ্কু সিং।
অলরাউন্ডার - আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বেন কাটিং,সুনীল নারিন,পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার।
উইকেট রক্ষক - দীনেশ কার্তিক, শেলডন জ্যাকসন, টিম সেইফার্ট।
স্পিনার- কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হরভজন সিং।
ফাস্ট বোলার - কমলেশ নাগার কোটি, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, বৈভব অরোরা
শক্তি- বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গান দলের দায়িত্বে। অলরাউন্ডার বাড়িয়ে ভারসাম্য বাড়াতে চেয়েছে নাইট রাইডার্স। পাশাপাশি হরভজন সিং দলে আসায় অনেকে প্রশ্ন তুললেও নাইট ম্যানেজমেন্ট মনে করে একাধিকবার আইপিএল জেতার অভিজ্ঞতার কারণে ভাজ্জির দলে আসাটা কলকাতার প্লাস পয়েন্ট। সাকিব ফিরে আসায় রাসেলের ওপর চাপ কমবে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং গভীরতা বাড়িয়েছে।
দুর্বলতা- ওপেনিং পার্টনারশিপ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গিলের সঙ্গে রাহুল ত্রিপাঠী, নাকি নারিন, নাকি নতুন কেউ? গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকতার অভাব।কোচ হিসেবে ব্র্যান্ডন ম্যাকালাম কতটা কার্যকরী এবং প্রয়োজনে প্ল্যান 'বি' তৈরি থাকে কিনা সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021