IPL 2021: মুম্বাইয়ের হোটেলেই রঙের উৎসবে মাতলেন নাইটরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বাইয়ে টিম হোটেলে রঙের উৎসবে মেতে উঠলেন কেকেআর ক্রিকেটাররা। কমলেশ নাগারকোটি, সন্দ্বীপ ওয়ারিয়ার, বৈভব অরোরা, দীনেশ কার্তিকদের মত ভারতীয় ক্রিকেটাররা একে অপরকে আবিরে রাঙিয়ে দিলেন
প্রসিদ্ধ কৃষ্ণ, শুভমান গিল, ইয়ন মর্গ্যানরাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের আর কোয়ারেন্টাইন পর্বে থাকতে হবে না। ইংলিশ অধিনায়ক মর্গ্যান হাতের চোট সারিয়ে কবে মাঠে নামতে পারবেন সেটা বড় প্রশ্ন।বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার প্রথম থেকে নাইটদের দায়িত্বে আছেন। হয়তো প্রথম দিকের একটা, দুটো ম্যাচ মিস করতে পারেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে খেলতে ভারতে আগেই পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আর তাই তো শাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত তাঁরা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট করেছে কেকেআর। পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, “শান্ত থাকতে পারছি না! স্বাগত শাকিব। দেখুন, কে মাত্রই চেক ইন করেছে!”
advertisement
advertisement
কলকাতা পৌঁছলেও এখনই কলকাতা দলের অনুশীলনে যোগ দেওয়া হচ্ছে না শাকিবের। হোটেলে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। শাকিব আইপিএল খেলতে পারবেন ১৮ মে পর্যন্ত। তারপর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ খেলতে ফিরে যেতে হবে। ওই সময়টা অভিজ্ঞ অলরাউন্ডারের অভাব কেকেআর কীভাবে সামাল দেয় সেটাই দেখার।
advertisement
এবার শেষ চারে পৌঁছনোর চাপ রয়েছে দুবারের চ্যাম্পিয়নদের। গতবার ওপেনিং সমস্যা থেকে শুরু করে মাঝপথে অধিনায়ক বদল, আরবে আইপিএল সুখের হয়নি কেকেআরের। কোচ ব্রেন্ডন ম্যাককালাম আশাবাদী গতবারের ভুল শুধরে নিয়ে এবার নতুন ইতিহাস লিখবে তাঁর দল।তাই শুরু থেকেই লড়াকু মানসিকতা নিয়ে এগোতে চান।
Location :
First Published :
March 29, 2021 6:50 PM IST